- ভা | ই | রা | ল
- অক্টোবর ২৬, ২০২৩
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা? গুঞ্জন তুঙ্গে
বেশ কয়েকদিন ধরেই আনুষ্কা শর্মার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন চলছে। অনেকের ধারণা, কোহলি ও অনুষ্কা ভামিকার পর তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। যদিও এই সেলিব্রিটি দম্পতি এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। তবে অনুষ্কা শর্মা তাঁর বেবি বাম্পের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর সেই ছবিটি দেখেই নেট দুনিয়া তোলপাড়। আবার সন্তানের মা হতে চলেছেন অনুষ্কা।
তবে অনুষ্কা শর্মা নতুন পোস্টে বেবি বাম্পকে উড়িয়ে দিয়েছেন। অনুষ্কা ইনস্টাগ্রামে যে ছবিটি শেয়ার করেছিলেন, সেটি তাঁর প্রথম গর্ভাবস্থার ছবি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি একটা ফোন ব্র্যান্ডের প্রচার করছিলেন। অনুষ্কা তাঁর পেট একটা কালো পোশাকে ঢেকে রেখেছেন। তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছে। দুটি ছবিতেই অনুষ্কাকে একটা বাগানে ফোনের সাথে পোজ দিতে দেখা গেছে। ছবি শেয়ার করে অনুষ্কা ক্যাপশনে লিখেছেন, ‘সময় উড়ে যায়।’
View this post on Instagram
সম্প্রতি গুজব রটেছে যে, অনুষ্কা শর্মা তিনমাসের গর্ভাবস্থায় রয়েছেন। এবং প্রকাশ্যে বার হচ্ছেন না। হিন্দুস্তান টাইমসের একটি সূত্র দাবি করেছে যে, ‘অনুষ্কা শর্মা তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন। প্রথমবারের মতো তাঁরা পরবর্তী পর্যায়ে আনুষ্ঠানিকভাবে খবরটি শেয়ার করবেন।’ সূত্রটি আরও উল্লেখ করেছে যে অনুষ্কা জল্পনা এড়াতে জনসাধারণের নজর থেকে দূরে রয়েছেন।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি সম্প্রতি মুম্বইয়ের একটি মাতৃত্বকালীন ক্লিনিকে গিয়েছিলেন বলেও খবর পাওয়া গেছে। তাঁরা পাপারাজ্জিদের তাঁদের ছবি না তোলার জন্য অনুরোধ করেছিলেন। ২০২১ সালের ১১ জানুয়ারি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকার জন্ম।
❤ Support Us