Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১০, ২০২৪

মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই, কঠোর শাস্তি পেলেন আনোয়ার আলি

আরম্ভ ওয়েব ডেস্ক
মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই, কঠোর শাস্তি পেলেন আনোয়ার আলি

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করার জন্য কঠোর শাস্তি পেলেন ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি। আজ ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সরকারিভাবে রায় ঘোষণা করেছে। ৪ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে আনোয়ার আলিকে। শাস্তির মুখে পড়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি–ও। এই দুই ক্লাবের বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে। বিশাল অঙ্কের ক্ষতিপূরণ পেতে চলেছে মোহনবাগান। শাস্তির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ফেডারেশনের অ্যাপিল কমিটির আবেদন করা হচ্ছে।
দিল্লি এফসি–থেকে লোনে মোহনবাগান সুপার জায়ান্টে এসেছিলেন আনোয়ার আলি। মোহবাগানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেন। পরে সেই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করে বিতর্কে জড়িয়েছেন আনোয়ার আলি। মোহনবাগান ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায়। সেই অবিযোগের ভিত্তিতে ফেডারেশনের ফুটবল স্ট্যাটাস কমিটি আনোয়ার আলিকে শাস্তি দিয়েছে। পাশাপাশি শাস্তি পেয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি–ও। এই দুই ক্লাব আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে না।
শুধু এখানেই শেষ নয়, বিশাল অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। দুই ক্লাবকে মিলিয়ে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পুরো অর্থই পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। ফেডারেশনের যুক্তি, মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি বাকি ছিল। যে মেয়াদের চুক্তি বাকি ছিল, আর্থিক হিসেবে তার পরিমান ৮ কোটি ৪০ লক্ষ টাকা। আর লোনের জন্য দিল্লি এফসি–কে ২ কোটি টাকা দিয়েছিল মোহনবাগান। এছাড়া ফেডারেশন আরও আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। সবমিলিয়ে ১২ কোটি ৯০ লক্ষ টাকা। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রায় ঘোষণার পরপরই নড়েচড়ে বসেছে ইস্টবেঙ্গল। আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেন লালহলুদ কর্তারা। ফেডারেশনের স্ট্যাটাস কমিটির কাছে আবেদন জানানো হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!