- এই মুহূর্তে দে । শ
- মে ১৩, ২০২৩
জলন্ধরে লোকসভা উপনির্বাচনে আস্থা আপেই। ২৪ বছরের গড় হাত-ছাড়া

ঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা সমাপ্ত, জয়ী আপ। নির্বাচন কমিশন সূত্রের খবর, আম আদমি পার্টির প্রার্থী সুশীল কুমার রিঙ্কু নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী করমজিৎ কাউরকে ৫৮ হাজারের চেয়ে বেশি ভোটে হারিয়েছেন। পঞ্জাবের মোট ১৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম জলন্ধর লোকসভা কেন্দ্রও।
জলন্ধর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী চলতি বছরের ১৪ জানুয়ারি প্রয়াত হন। কংগ্রেস প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে তাঁর বিধবা স্ত্রী করমজিৎ কাউরকে প্রার্থী করা হয়। এই আসনের উপ-নির্বাচনে লড়াই মূলত কংগ্রেস বনাম আম আদমি পার্টির ভিতর হলেও অন্য যে রাজনৈতিক দলগুলি উপ-নির্বাচনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে রয়েছে শিরোমনি অকালি দল, শিরোমনি অকালি দল (অমৃতসর)-এর প্রার্থী।
এদিন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, পঞ্জাবের আপ সরকারের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অভূতপূর্ব জয় রয়েছে আপ প্রার্থী সুশীল কুমার রিঙ্কুর। এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, জলন্ধর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীর জয়ী হওয়ার ফলে ভোটারদের প্রত্যাশা পূরণ হল। প্রসঙ্গত, জলন্ধর উপ-নির্বাচনে জয়ের পরে পঞ্জাব ও দিল্লির শাসকদল আপের দখলে এল লোকসভায় একমাত্র একটিই আসন।
জলন্ধর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে আম আদমি পার্টি ভোটারদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুতের সরবরাহ থেকে শুরু করে দিল্লিতে আপ পরিচালিত সরকারের ধাঁচে মহল্লায় ক্লিনিক চালুরও প্রতিশ্রুতি রয়েছে।
তবে বিরোধীরা অভিযোগ তুলেছেন, গত বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের ভোটারদের যেসমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল আপ, তা পালন করা হয়নি। এপর্যন্ত গণনার যা ফলাফল তাতে ভোটবাক্সে ভোটারদের আস্থা আপেই।
❤ Support Us