- এই মুহূর্তে
- মার্চ ৩০, ২০২২
সুর-সন্ধ্যায় বাংলাদেশে উপস্থিত সুরের জাদুকর এ আর রহমান

সুরের মূর্ছনায় ঢাকা-সহ গোটা বাংলাদেশ মাতালেন এ আর রহমান ৷ ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার গান গাইলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান ৷ সঙ্গে ছিলেন বাংলাদেশের শিল্পী মোমতাজ বেগম ও মাইলস ব্যান্ড ৷ বিসিবি আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘এ আর রহমান কনসার্ট’। মোমতাজ বেগম এবং মাইলসকে দিয়েই অনুষ্ঠান শুরু হয় । তার পর এআর রহমান মঞ্চে আসতেই জমে ওঠে অনুষ্ঠান । এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে রহমানের অনুষ্ঠান । প্রায় ৩৫টি গান গেয়েছেন তিনি ৷
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ অনুষ্ঠানে গান গেয়ে বাংলাদেশবাসীকে মুগ্ধ করলেন অস্কারজয়ী এই সংগীতপরিচালক। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টেলিভিশনের সুবাদে অস্কারজয়ী এই শিল্পীর সুর ছুঁয়ে গেছে অসংখ্য দর্শক-শ্রোতার হৃদয় ।
❤ Support Us