Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৯, ২০২৪

তিরন্দাজির বিশ্বকাপে পুরুষদের রিকার্ভে ইতিহাস, ১৪ বছর পর সোনা ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
তিরন্দাজির বিশ্বকাপে পুরুষদের রিকার্ভে ইতিহাস, ১৪ বছর পর সোনা ভারতের

তিরন্দাজির বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ভারতীয়দের। পুরুষ, মহিলাদের ব্যক্তিগত ও মিশ্র বিভাগে কম্পাউন্ডে আগেই সোনা এসেছে। এবার পুরুষদের দলগত রিকার্ভ বিভাগে চমক। অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ১৪ বছর পর সোনা জিতেছে ভারতীয় পুরুষ দল। অন্যদিকে, মহিলাদের রিকার্ভে সোনার কাছাকাছি এসেও ব্যর্থ দীপিকা কুমারী। ফাইনালে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল।
সাংহাইতে অনুষ্ঠিত বিশ্বকাপে তরুনদীপ রাই, ধীরাজ বোম্মাদেভারা এবং প্রবীন যাদব সমন্বিত ভারতীয় রিকার্ভ পুরুষ দল দক্ষিণ কোরিয়ার বিশ্ব ও এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন লি উওসোক এবং অলিম্পিক চ্যাম্পিয়ন কিম জে দেওক এবং কিম উজিনকে ফাইনালে ৫–১ (‌৫৭–৫৭, ৫৭–৫৫, ৫৫–৫৩)‌ ব্যবধানে হারিয়ে দেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। কোরিয়ার বিরুদ্ধে এই জয় ভারতের র‌্যাঙ্কিং পয়েন্ট অনেক বাড়িয়ে দেবে। যদি কোয়ালিফায়ারের মাধ্যমে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে না পারে, তাহলে এই র‌্যাঙ্কিং পয়েন্ট ভারতকে ভাল জায়গায় রাখবে।
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ তিরন্দাজিতে সোনার পদক পেলেন ৪০ বছর বয়সী তরুণদীপ রাই। ২০১০ সালে সাংহাইতে বিশ্বকাপ স্টেজ ৪–এ দলগত রিকার্ভে ভারতকে সোনা এনে দিয়েছিলেন। সেই দলে ছিলেন রাহুল ব্যানার্জি, জয়ন্তরা। ১৪ বছরের খরা কাটিয়ে দেশকে সোনা এনে দিতে পেরে খুশি তরুণদীপ রাই। তিনি বলেন, ‘‌বিশ্ব এবং অলিম্পিক চ্যাম্পিয়নদের সমন্বয়ে তৈরি দলকে হারাতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি এই সাফল্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারব।’‌
অন্যদিকে, মহিলাদের ব্যক্তিগত রিকার্ভে কোয়ার্টার ফাইনালে ও সেমিফাইনালে দুরন্ত পারফরমেন্সের পর ফাইনালে শেষরক্ষা করতে পারেননি দীপিকা কুমারী। ফাইনালে দক্ষিণ কোরিয়ার লিম সিহিয়েনের কাছে ৬–০ (‌২৬–২৭, ২৭–২৯, ২৭–২৮)‌ ব্যবধানে উড়ে গেছেন। কোয়ার্টার ফাইনালে কোরিয়ান জিওন হুনিয়ংকে ৬–৪ ও সেমিফাইনালে অন্য কোরিয়ান, অভিষেককারী ন্যাম সুহেয়নকে ৬–০ (‌২৯–২৮, ২৯–২৭, ২৯–২৭)‌ ব্যবধানে হারিয়েছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!