- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৫, ২০২৪
তীরন্দাজির বিশ্বকাপে মহিলাদের কম্পাউন্ডে দেশকে সোনা এনে দিলেন জ্যোতি সুরেখারা

নিজেদের নামের প্রতি সুবিচার করল ভারতীয় মহিলা কম্পাউন্ড দল। দক্ষিণ কোরিয়ার ইয়েচিওনে অনুষ্ঠিত তীরন্দাজির বিশ্বকাপে সোনা জিতেছে বিশ্বর্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় দল। সোনাজয়ী ভারতীয় দলের সদস্য জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কাউর ও অদিতি স্বামী। মহিলা কম্পাউন্ড দল সোনা জিতলেও মিশ্র দলকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
বিশ্বের এক নম্বর ভারতীয় কম্পাউন্ড মহিলা দল ফাইনালে হারিয়েছে হাজাল বুরুন, আয়েসে বেরা সুজার ও বেগম যুবা সমৃদ্ধ তুরস্ক দলকে হারিয়িছে। প্রথম থেকেই তুরস্কের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন জ্যোতি সুরেখারা। শেষ পর্যন্ত ২৩২–২২৬ ব্যবধানে জিতে নেয়। জ্যোতি, পরনীত এবং অদিতির একসঙ্গে বিশ্বকাপে সোনা জেতার হ্যাটট্রিক হল। এই ভারতীয় ত্রয়ী গত মাসে ইতালিকে হারিয়ে সাংহাইয়ে বিশ্বকাপের প্রথম পর্বে সোনা জিতেছিল। এছাড়া গত বছর প্যারিসে ইভেন্টের চতুর্থ পর্যায়ে সোনা জিতে শেষ করেছিল।
ইয়েচিওনে জ্যোতি অবশ্য জোড়া সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছেন। কম্পাউন্ড মিশ্র বিভাগে তাঁর সোনা জয়ের সুযোগ ছিল। তাঁর ও প্রিয়াংশর জুটি ফাইনালে প্রথম রাউন্ডে এগিয়ে গিয়েও হেরে যান। জ্যোতিদের ১৫৫–১৫৩ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভিয়া ডিন এবং সায়ার সুলিভান জুটি। জ্যোতি এবং প্রিয়াংশ প্রথম রাউন্ডে ৪০ পয়েন্টের মধ্যে ৩৯ পয়েন্ট তুলে নিয়ে ২ পয়েন্টে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি। বিশ্বকাপের এই সংস্করণে কম্পাউন্ড বিভাগ থেকে আরও একটা পদক আসতে পারে। প্রথমেশ ফুগে জীবনের প্রথম বিশ্বকাপের ব্যক্তিগত বিভাগে বিশ্বের ৬ নম্বর অস্ট্রিয়ার নিকো উইনারকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
❤ Support Us