- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১২, ২০২৪
নেইমারের দেশের এ কী দৈন্যদশা! ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র আর্জেন্টিনার
ব্রাজিল ফুটবলের কি দুর্দশা ঘনিয়ে এসেছে? সাম্প্রতিক কালের পারফরমেন্স কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। কোপা আমেরিকায় ব্যর্থতা। কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারেনি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও খুব একটা ভাল জায়গায় নেই। গতবছর যুব বিশ্বকাপেও ব্যর্থতা। এবার ২০২৪ প্যারিস অলিম্পিকেও খেলার যোগ্যতা অর্জন করতে পারল না।
অলিম্পিকের আঞ্চলিক বাছাই পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেতে গেলে ব্রাজিলের এই ম্যাচ ড্র করলেই চলত। অন্যদিকে, জেতা ছাড়া রাস্তা ছিল না আর্জেন্টিনার। মরণবাঁচন ম্যাচে ব্রাজিলকে ১–০ ব্যবধানে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট জোগাড় করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিটে মহামূল্যবান গোল করে আর্জেন্টিনাকে জেতান যুব বিশ্বকাপে নজর কাড়া লুসিয়ানো গুন্ডো।
২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল। অথচ এবার আঞ্চলিক পর্বে সুবিধাজনক জায়গায় থেকেও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। মরণবাঁচন ম্যাচে প্রথম থেকে জেভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনার আধিপত্যই বেশি ছিল। কিন্তু গোল লক্ষ্য করে শট নেওয়ার ব্যাপারে দুই দলই ছিল সমানে সমানে। আর্জিন্টিনা লক্ষ্যভেদ করলেও ব্রাজিল ব্যর্থ হয়। আঞ্চলিক পর্বে কোনও ম্যাচ না হেরে অলিম্পিকের ছাড়পত্র পেল আর্জেন্টিনা।
অলিম্পিকের বাছাইয়ের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ১–০ ব্যবধানে হেরেছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ২–১ ব্যবধানে জেতে। ২ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ছিল ৩। অন্যদিকে, আর্জেন্টিনা প্রথম দুটি ম্যাচেই ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের সঙ্গে ড্র করে। ২ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ছিল ২। শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে বাজিমাত মাসচেরানোর দলের। লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে ছাড়পত্র পেয়েছে প্যারাগুয়ে।
❤ Support Us