Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৬, ২০২৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ১০১ নম্বরে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ১০১ নম্বরে ভারত

একসময় ফিফার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একসময় এক নম্বর স্থানে ছিল আর্জেন্টিনা। ২০১৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে শীর্ষস্থান খোয়াতে হয়েছিল লিওনেল মেসিদের। ছ’‌বছর পর আবার সেই ব্রাজিলকে সরিয়েই ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে শীর্ষ পৌঁছেছে। আর দুই ধাপ পিছিয়ে ব্রাজিল নেমে গেছে তিন নম্বরে। আর ২০২২ কাতার বিশ্বকাপের রানার্স ফ্রান্স এক ধাপ এগিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ভারত উঠে এসেছে ১০১ নম্বর স্থানে।

এই নিয়ে পঞ্চম বারের মতো শীর্ষে উঠে এল আর্জেন্টিনা। মেসিরা যে শীর্ষে উঠবে, সেটা আগের মাসে পানামা ও কুরাসাওয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে জয়ের পরপরই নিশ্চিত হয়েছিল। অন্যদিকে, ব্রাজিল মরক্কোর কাছে প্রীতি ম্যাচে পরাজিত হয়েছিল। যদিও আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে পয়েন্টের খুব বেশি পার্থক্য নেই। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ২.‌৫৫। এই মুহূর্তে তারা ১৮৪০.‌৯৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে।
সবথেকে পয়েন্ট বেশি বেড়েছে ফ্রান্সের। তাদের পয়েন্ট বেড়েছে ১৫.০৬। ১৮৩৮.‌৪৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। আর ব্রাজিল পয়েন্ট হারিয়েছে ৩.৫৬। তারা ১৮৩৪.‌২১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই তিন দল ছাড়া প্রথম দশের মধ্যে আর কোনও জায়গার অদলবদল হয়নি। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, পঞ্চম স্থানে ইংল্যান্ড। সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল, স্পেন। অন্যদিকে, ভারত ৫ ধাপ উঠে এসেছে। ১০৬ নম্বর থেকে ভারত এই মুহূর্তে পৌঁছে গেছে ১০১ নম্বর স্থানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!