- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১, ২০২৪
মারাদোনা–মেসির সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা
প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলের ১০ নম্বর জার্সি তুলে রেখেছে তাঁর প্রিয় ক্লাব স্যান্টোস। ব্রাজিল কিন্তু এখনও সে রাস্তায় হাঁটতে পারেনি। এই ব্যাপারে ব্রাজিলকে অবশ্য টেক্কা দিয়ে গেল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির ব্যবহৃত ১০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে সেই সিদ্ধান্ত কার্যকরী হবে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর। কারণ, এই মুহূর্তে ১০ নম্বর গায়ে খেলছেন মেসি।
১৯৮৬ সালে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। ৩৬ বছরের খরা কাটিয়ে দেশকে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেছেন। দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক মারাদোনা ও মেসিকে সম্মান জানাতেই ১০ নম্বর জার্সি আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের কাছে ১০ নম্বর জার্সি একটা আবেগ। মারাদোনার পর অ্যারিয়েল ওর্তেগা, মার্সেলো গ্যালার্ডো, পাবলো আইমার, জুয়ান রিকেলমের গায়ে উঠেছিল ১০ নম্বর জার্সি। কেউ এই জার্সির মর্যাদা রাখতে পারেননি। রিকেলমের পর লিওনেল মেসিকে ১০ নম্বর জার্সি তুলে দেয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তিনি সেই জার্সির মর্যাদা রেখেছেন। দলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। মারাদোনার পর ইতিহাস তৈরি করেছেন মেসি।
এখনই অবশ্য ১০ নম্বর জার্সিকে চিরতরে বিদায় জানানো হচ্ছে না। মেসি আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরই তুলে রাখা হবে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেসি অবসর নেওয়ার পর আর কোনও ফুটবলারকে ১০ নম্বর জার্সি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। দুই বিশ্বজয়ী অধিনায়ক মারাদোনা ও মেসির সম্মানে আমরা এটুকু করতেই পারি।’
২০২২ সালে দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পর থেকেই মেসির অবসর নিয়ে জল্পনা চলছে। তিনি কবে অবসর নেবেন এখনও চূড়ান্ত নয়। ফর্মে থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলার ইঙ্গিতও দিয়ে রেখেছেন মেসি। তবে তাঁর আপাতত লক্ষ্য এই বছর দেশকে কোপা আমেরিকা জেতানো।
❤ Support Us