- দে । শ
- মে ৪, ২০২৩
ফের ভেঙে পড়ল সেনা কপ্টার । জম্মু কাশ্মীরের কিস্তওয়ার থেকে উদ্ধার দুই পাইলট, নিখোঁজ এক
ফের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ল। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মুকাশ্মীরের কিস্তওয়ার জেলায়। সেনা সূত্রের খবর, কিস্তওয়ার জেলার অন্তর্গত মারওয়াহ তহশিলের মাছনা গ্রামে, মারুয়া নদীতে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। হেলিকপ্টারে তিনজন ছিলেন বলে জানা গিয়েছে। এদিনের দুর্ঘটনার পরে পাইলট ও সহ-পাইলটকে উদ্ধার করা হয়েছে জখম অবস্থায়। সেনার হেলিকপ্টারে থাকা তৃতীয়জনের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।
মালওয়াহা তহশিল কিস্তওয়ার জেলার পার্বত্য এলাকা। এদিন কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেনার তরফে সেব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে সেনা সূত্রের খবর, এদিন হেলিকপ্টার ভেঙে পাইলটরা কীভাবে জখম হলেন সেই ঘটনার তদন্ত করে দেখা হবে।
তবে সেনা বাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে দুজন সেনা পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের মান্ডালায়। এটিও পার্বত্য এলাকা, বমডিলার পশ্চিম দিকে অবস্থিত। প্রসঙ্গত, মান্ডালায় চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে যে দুজন পাইলটের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং অপরজন মেজর পদমর্যাদার পাইলট।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর চিতক কিংবা চিতা হেলিকপ্টারগুলি কতদূর পর্যন্ত ব্যবহার উপযোগী তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে।
সেনা সূত্রে্র খবর, কিস্তওয়ারে এদিন নতুন করে যে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেটি এএলএইচ ধ্রুব হেলিকপ্টার। এদিনের হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে সেনাবাহিনী এখনও বিশদে কিছু জানায়নি। তবে যে পাইলটরা জখম হয়েছেন তাঁদের অবস্থা গুরুতর নয় বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
❤ Support Us