- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১০, ২০২২
বর্ণভেদ তুলে দেওয়ার কথা মোহন ভাগবতের মুখে!

ভূতের মুখে রাম নাম! শুক্রবার নাগপুরে এক বইপ্রকাশ অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, এখন আর বর্ণভেদ প্রথার প্রাসঙ্গিকতা নেই। এই প্রথা দেশে বৈষম্যের সৃষ্টি করেছে। বর্ণ ও জাতিভেদের কারণে দেশের সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে। এমন কোনও প্রথা থাকা উচিত নয়, যা মানুষের মধ্যে বৈষম্য তৈরি করে। বিভেদ সৃষ্টিকারী প্রথাগুলি বাতিল করা উচিত।
মোহন ভাগবতের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেক কট্টরপন্থী আরএসএস তাঁর বক্তব্য মেনে নিতে পারেননি। অনেকে আবার মনে করছেন, দলিতদের কাছে টানতে আরএসএস প্রধানের এটা একটা চাল। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এই ধরণের বার্তা দিয়ে দলিত সম্প্রদায়কে কাছে টানতে চাইছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর এই কথাটা নরেন্দ্র সিং মোদির “সবকা সাথ, সবকা বিকাশ” তত্ত্ব অনুযায়ী।
এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতকে মুসলিম সম্প্রদায়ের আস্থা অর্জন করতে নামতে দেখা গেছে। বেশ কিছুদিন আগে তিনি বেশ কয়েকজন মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরে মুসলিম বুদ্ধিজীবীরা মোহন ভাগবতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এবার তিনি বর্ণভেদ, জাতিভেদ প্রথা তুলে দেওয়ার কথা বলে দলিতদের আস্থা অর্জন করতে মাঠে নামলেন। এখন দেখার তাঁর এই প্রয়াস কাজে লাগে কিনা।
নাগপুরে বজ্রসূচি টাঙ্ক নামে এক বই প্রকাশের অনুষ্ঠানে ভাগবত বলেন,সব দেশেই পূর্ব পুরুষরা কিছু ভুল করে যান। সেই রকমই ভারতেও হয়েছে। বর্তমান প্রজন্ম পূর্ব পুরুষদের ভুল সংশোধন করে নেবে। অতীতে বর্ণ ও জাতির ধারণায় বৈষম্যের কোনও স্থান ছিল না। তবে নিজেস্ব উপযোগিতা ছিল। অস্পৃশ্যতার ধারনা কখনই ধর্মীয় পাঠ্য কিংবা অনুশীলনের অংশ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
❤ Support Us