- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৯, ২০২৩
হাজির দিল্লি ক্যাপিটালসের শিবিরে, যাদবপুর ক্যাম্পাস মাঠ থেকেই প্রত্যাবর্তনের লড়াই শুরু ঋষভের
৮ বছর আগে কলকাতা থেকেই নিজেকে মেলে ধরেছিলেন ঋষভ পন্থ। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে নজর কেড়েছিলেন। এই সিরিজ থেকেই উত্থান হয়েছিল ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটারের। সেই কলকাতা থেকেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের এগিয়ে যেতে চান ঋষভ পন্থ। ৮ বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। যাদবপুর মাঠ থেকেই প্রত্যাবর্তনের লড়াই শুরু।
গত বছর ৩০ ডিসেম্বর দিল্লি থেকে দেরাদুনের বাড়ি ফেরার পথে রুরকির কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তাঁর ক্রিকেট জীবন নিয়ে সংশয় দেখা দেয়। বেশ কয়েকটা সফল অস্ত্রপোচারের পর গত ছয় মাস ধরে রিহ্যাব করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সামনের বছর আইপিএলে খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে মাঠে নামার জন্য ঋষভ যে মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তার প্রমাণ পাওয়া গেল।
বিশ্বকাপের মধ্যেই বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। আর এই শিবিরে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। বৃহস্পতিবার তিনি বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছেন। কলকাতায় এসে চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। সেখানে কথা বলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের সঙ্গে। প্রথম দিন অবশ্য অনুশীলন করেননি ঋষভ। সৌরভ ও পন্টিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ শুধু কথাই বলেন। নিজের ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন। আইপিএলের আগেই নিজেকে ফিট করতে মরিয়া ঋষভ।
এদিন অনুশীলনে না নামলেও আগামী দু’দিন তাকে নেটে দেখা যেতেই পারে। আগের মরশুমে আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স হয়নি। তাই এবার আগে থেকেই দল তৈরির দিকে নজর দিয়েছেন সৌরভ, পন্টিংরা। কলকাতায় আপাতত চার দিনের প্রস্তুতি শিবির শুরু হয়েছে। বাংলার বেশ কয়েকজন ক্রিকেটারকে শিবিরে ডাকা হয়েছে। কৌশিক মাইতি। ঈশান পোড়েল, সুদীপ ঘরামি, ঋত্বিক রায় চৌধুরি, দিল্লি ক্যাপিটালসে খেলা মুকেশ কুমাররা শিবিরে দিয়েছেন।
❤ Support Us