Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৮, ২০২৩

অভিষেকে হাফ সেঞ্চুরি সুদর্শনের, নজির অর্শদীপেরও, প্রথম একদিনের ম্যাচে সহজ জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেকে হাফ সেঞ্চুরি সুদর্শনের, নজির অর্শদীপেরও, প্রথম একদিনের ম্যাচে সহজ জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুর্দান্ত শুরু ভারতের। প্রথম ম্যাচেই ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের। ম্যাচে একাধিক নজির ভারতীয় ক্রিকেটারদের। জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই যেমন হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার সাই সুদর্শন, তেমনই প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন অর্শদীপ সিং। আর অধিনায়ক হিসেবে প্রথম একদিনের ম্যাচে দেশকে জেতালেন লোকেশ রাহুল।
জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় জোরে বোলারদের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। দ্বিতীয় ওভারে পরপর ২ বলে রেজা হেনড্রিকস (‌০)‌ ও ভ্যান ডার ডুসেনকে (‌০)‌ তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন অর্শদীপ সিং। শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু তাঁদের সেই চেষ্টা ফলপ্রসু হয়নি।
অস্টম ওভারে জর্জিকে (‌২২ বলে ২৮)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন সেই অর্শদীপই। হেনরিক ক্লাসেনকেও (‌৬)‌ ফেরান তিনি। মার্করামকে (‌২১ বলে ১২)‌ তুলে নেন আবেশ খান। উইয়ান মুলডারকেও (২)‌ ফেরান আবেশ। ১০.‌১ ওভারের মধ্যে ৫২ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে হারিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারও (‌২)‌ রান পাননি। ফেলুকায়োর (‌৪৯ বলে ৩৩)‌ সৌজন্যে ১০০ রানের গন্ডি পার করে দক্ষিণ আফ্রিকা। তাবরেজ শামসি ১১ রান করে অপরাজিত থাকেন। ২৭.‌৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৭ রানে ৫ উইকেট নেন অর্শদীপ। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় জোরে বোলারদের মধ্যে এটাই সেরা বোলিং। ২৭ রানে ৪ উইকেট নেন আবেশ খান।
জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্যে পৌঁছতে কোনও সমস্যাই হয়নি ভারতের। শুরুতেই ৫ রান করে এলবিডব্লু হন ঋতুরাজ গায়কোয়াড়। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএস নেয় দক্ষিণ আফ্রিকা। টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেককারী সাই সুদর্শন ও শ্রেয়স আয়ার। অভিষেক ম্যাচে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সুদর্শন। তিন নম্বরে নামা শ্রেয়স আয়ার ৪৫ বলে ৫২ রান করে আউট হন। ১৬.‌৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন সুদর্শন। ১ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!