Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • জানুয়ারি ২৪, ২০২২

ওয়াসিম কাপুর প্রয়াত

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়াসিম কাপুর প্রয়াত

সোমবার সকালে নিজের বাড়িতে মারা গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। বয়স হয়েছিল ৭১। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হল শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫১ সালে লখনউতে জন্ম হয় ওয়াসিম কাপুরের। পড়াশোনা কলকাতায়। ইন্ডিয়ান কলেজ  অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন । কলকাতাই হয়ে ওঠে শিল্পীর কর্মভূমি। অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ওয়াসিম কাপুর। তাঁর আঁকা চিত্র সারা বিশ্বের শিল্প রসিকদের প্রশংসা আদায় করে নেয়। জানা গিয়েছে, ১৯৮০-৮১ সালে অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফ্রম দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস  পুরস্কারে সম্মানিত হন। ১৯৮৪ তে পান অল ইন্ডিয়া অ্যাওয়ার্ড । বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারের তরফে। ১৯৮৪ তেই রাজ্য সরকারের পক্ষ থেকে পান সম্মান। ১৯৮৫ তে শিরোমণি পুরস্কার পান এসিয়ান পেন্টস- এর তরফে ।

ওয়াসিম ছিলেন সাহসী। নির্ভীক পুরুষ। অন্যায় দেখলেই গর্জে উঠতেন । বিভিন্ন সময় নাগরিক জীবনের নানা সমস্যা নিয়ে মুখর হয়েছেন। ধর্মীয় গোড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। কখনও নিজের বক্তব্যের মাধ্যমে, আবার কখনও নিজের রং, তুলির ভাষায় প্রতিবাদ জানিয়েছেন।তেমন কোনও অসুস্থতা ছিল না শিল্পীর। তাঁর এভাবে আচমকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

আরম্ভ-র সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক । এমন এক বন্ধুর বিয়োগে আরম্ভ পরিবারে নেমেছে শোকের ছায়া ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!