- এই মুহূর্তে
- জানুয়ারি ২, ২০২৩
দিল্লির মর্মান্তিক দুর্ঘটনায় দোষীদের ফাঁসির দাবি অরবিন্দ কেজরিওয়ালের

ইংরেজি নতুন বছরের এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সাক্ষী থাকলো দিল্লি। নতুন বছরের সকালে এক গাড়ি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে একটা মারুতি সুজুকি গাড়ি এক মহিলাকে ৪ কিলোমিটার টেনে নিয়ে গিয়ে হত্যা করেছে। দোষীদের ফাঁসির দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ভাইরাল হওয়া ভিডিওতে একটা মারুতি সুজুকি ব্যালেনো গাড়ি একটা স্কুটি আরোহী যুবতীকে ধাক্কা মেরে প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত রাস্তা চাকার তলায় টানতে টানতে নিয়ে যায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার ছবি গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার ভিডিও সামনে আসতেই দিল্লি মহিলা কমিশন পুলিশকে নোটিশ দিয়েছে। এই দুর্ঘটনায় পুলিশ পাঁচ যুবককে আটক করেছে। পুলিশের ডেপুটি কমিশনার হরেন্দ্র কুমার সিং বলেন, “নিহত মেয়েটির পা গাড়ির একটা চাকায় আটকে যায়।এবং দীর্ঘ রাস্তা তাঁকে টেনে নিয়ে যায়। পুলিশ গোটা ঘটনাটার তদন্ত শুরু করেছে। যে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের মধ্যে দীপক নামে একজন ড্রাইভার রয়েছে। অমিত উত্তম কার্ড সংগ্রহের কাজ করে, কৃষ্ণা কৃষ্ণা কনটপ্লেসে কাজ করে এবং মিঠুন নারায়ণ হেয়ার ড্রেসার। অন্য অভিযুক্ত মিত্তাল সুলতানপুরীতে একটি বেসরকারি খাবার সরবরাহকারী সংস্থার প্রতিনিধি। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা পরীক্ষা করার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত যুবতী একটি অনুষ্ঠান থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন।
এই দুর্ঘটনায় দারুন ক্ষিপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এই দুর্ঘটনাকে “বিরলতম” আখ্যা দিয়েছেন। তিনি দোষীদের কঠোর সাজা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “তরুণীর সঙ্গে যা হয়েছে, তা খুবই লজ্জাজনক। দোষীদের ফাঁসি দেওয়া উচিত।”
❤ Support Us