Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ২৪, ২০২৪

ইজরায়েলি হামলায় সত্যিই কি নিহত?‌ হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে নানারকম জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইজরায়েলি হামলায় সত্যিই কি নিহত?‌ হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে নানারকম জল্পনা

ইজরায়েলি হামলায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার কি নিহত হয়েছেন?‌ সম্প্রতি সিনওয়ারের মৃত্যু নিয়ে নানারকম জল্পনা চলছে। কারণ, সিনওয়ারের মৃত্যু সম্পর্কে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী কোনও এখনও কোনও প্রমাণ দিতে পারেনি।
শিন বেট নামে এক এজেন্সি অবশ্য দাবি করেছে, সিনওয়ার এখনও বেঁচে রয়েছেন। চলমান গাজা সংকটের মধ্যে এই এজেন্সি ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর সম্ভাবনা তদন্ত করছে বলে জানা গেছে। বেশ কিছু হিব্রু নিউজ এজেন্সি জানিয়েছে যে, সিনওয়ার দীর্ঘ সময়ের জন্য প্রকাশ্যে না আসায় তাঁর মৃত্যু নিয়ে জল্পনা–কল্পনার জন্ম দিয়েছে। টাইমস অফ ইজরায়েলও এমন রিপোর্ট করেছে।
একাধিক নিউজ এজেন্সি নিরাপত্তা কর্মকর্তারাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে, ইজরায়েলি হামলায় সিনওয়ার মারা যাওয়ার দাবির এখনও পর্যন্ত কোনও বাস্তব ভিত্তি নেই। টাইমস অফ ইজরায়েল, স্থানীয় ইজরায়েলি সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদন সূত্রের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে যে, অধরা হামাস প্রধান সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর সাময়িকভাবে রাডারের বাইরে চলে গেছেন।
আরেকটি ইজরায়েলি নিউজ আউটলেট হারেৎজ উল্লেখ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে ইজরায়েল সেইসব এলাকায় সুরঙ্গে বোমা হামলা করেছে, যেখানে সিনওয়ার লুকিয়ে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিবেদন সম্পর্কে ইরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘‌সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বা খণ্ডন করার মতো কোনও তথ্য আমাদের কাছে নেই।’‌ তাই, এটা স্পষ্ট নয় যে সিনওয়ার কোন হামলায় আঘাত পেয়েছিলেন বা তিনি ইচ্ছাকৃতভাবে তিনি নিজেকে অন্তরালে লুকিয়ে রেখেছেন কিনা। প্রথম থেকেই ইজরায়েল বলেছিল যে, সিনওয়ার ছিল হামাসের ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!