Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২০, ২০২৩

চোট অশ্বিনের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নিয়ে তৈরি হল শঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
চোট অশ্বিনের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নিয়ে তৈরি হল শঙ্কা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যত এগিয়ে আসছে, উদ্বেগ ততই বাড়ছে ভারতের। আর এই উদ্বেগের কারণ ক্রিকেটারদের চোট আঘাত। দুর্ঘটনার কবলে পড়ায় খেলতে পারবেন না ঋষভ পন্থ। আগেই ছিটকে গেছেন যশপ্রীত বুমরা, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলরা। এবার আশঙ্কা তৈরি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে ঘিরে। পিঠে চোটের কারণে শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি রাজস্থান রয়্যালসের এই নির্ভরযোগ্য অফ স্পিনার।

অশ্বিনের চোট কতটা গুরুতর, তা অবশ্য এখনও রাজস্থান শিবিরের পক্ষ থেকে জানানো হয়নি। ভারতীয় দলের মেডিকেল টিম রাডস্থান টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে। যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে দ্রুত পদক্ষেপ নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেরকম লোকেশ রাহুল কিংবা জয়দেব উনাদকাটের ক্ষেত্রে নেওয়া হয়েছিল। রাজস্থান প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে যাওয়ায় বোর্ড কর্তারা চিন্তাভাবনা করছেন, অশ্বিনকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়ার। সেখানেই তাংর চোটের চিকিৎসা চলবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে অশ্বিনের খেলাটা ভারতীয় দলের কাছে খুবই জরুরি। কারণ তাঁর মানের অফস্পিনার এই মুহূর্তে ভারতে নেই। তাছাড়া অশ্বিনের অভিজ্ঞতা অপরিসীম। লাল বলের ক্রিকেটে তিনি অন্যতম বড় ভরসা। ফলে তাঁর চোট উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এর আগে অস্ট্রেলিয়া সফরেও পিঠে চোটের জন্য কয়েকটা ম্যাচ খেলতে পারেননি অশ্বিন। সেই পুরানো ব্যাথা আবার ফিরে এসেছে।

বোর্ডের পরিকল্পনা ছিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে থাকা যে ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ থাকবে না, তাদের আগেই ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে উড়ে যাবেন কোচ ও সাপোর্ট স্টাফরা। তাঁদের সঙ্গে কয়েকজন ক্রিকেটারও যাবেন। আর টেস্ট দলে থাকা যে ক্রিকেটাররা আইপিএলের ফাইনাল খেলবেন, তারা সবার শেষে যাবেন। ৭–১১ জুন ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!