Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২৩

রাজস্থানে গেহলটের ঘোষণা, রাজস্থানে এবার মিলবে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজস্থানে গেহলটের ঘোষণা, রাজস্থানে এবার মিলবে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বৃহস্পতিবার প্রতিটি রাজ্যের পরিবারের জন্য ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অশোক গেহলটের ঘোষণা যেদিন করলেন তার ঠিক একদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের  আজমির জেলায় একটি সমাবেশে ভাষণ উপস্থিত থেকে দেশের পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন। অশোক গেহলট এদিন রাজ্য জুড়ে  মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় মধ্যবিত্তদের জন্য বিদ্যুতের সারচার্জ এবং অন্যান্য চার্জ মকুব করার কথা ঘোষণা করা হয়েছে। বিশেষ করে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে, যেসব গ্রাহক প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের প্রথম ১০০ ইউনিট বিদ্যুত বিনামূল্যে থাকবে, সঙ্গে ২০০ ইউনিট পর্যন্ত ফিক্সড চার্জ, জ্বালানি সারচার্জ এবং অন্যান্য সমস্ত চার্জ মকুব করা হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার ভর্তুকির মাধ্যমে গ্রাহকদের এই বাড়তি খরচ মেটাবে।

এর আগে কর্ণাটক সরকার ১০০ ইউনিট বিদ্যুৎ চারের কথা ঘোষণা করেছিল কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে। সেই প্রতিশ্রুতি ওই রাজ্যে জিতে কংগ্রেস পূরণ করেছে। এবার ১০০ বিদ্যুতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!