Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৯, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে অশ্বিন, প্রথম দুটি ম্যাচে বিশ্রামে রোহিতরা

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে অশ্বিন, প্রথম দুটি ম্যাচে বিশ্রামে রোহিতরা

এশিয়া কাপ জেতার দিনই রোহিত শর্মা বলেছিলেন, বিশ্বকাপে দলে পরিবর্তন হতে পারে। এখনও রবিচন্দ্রন অশ্বিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কথাটা যে ভুল বলেননি ভারতীয় দলের অধিনায়ক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দল নির্বাচনেই তার প্রমাণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ দেওয়া হয়েছে এই বর্ষীয়ান অফস্পিনারকে। সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও। তবে প্রথম দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়াকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সহ–অধিনায়কের দায়িত্ব সামলাবেন রবীন্দ্র জাদেজা। শেষ ম্যাচে রোহিত, কোহলি, কুলদীপ, হার্দিকরা খেলবেন। ওই ম্যাচে আবার দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এশিয়া কাপ চলাকালীন চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। যদি ফিট হয়ে ওঠেন, তাহলে সিরিজের সবকটা ম্যাচেই তিনি খেলবেন।
২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দল জমা দিতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সব ক্রিকেটারদের দেখে নিতে চায় ভারত। অক্ষর প্যাটেল যদি পুরোপুরি ফিট না হতে পারেন, তাহলে রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন ঢুকবেন। ২০১১ বিশ্বকাপজয়ী দলে ছিলেন অশ্বিন। তবে শেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০২২ সালের জানুয়ারিতে। প্রায় ৯ মাস পর আবার একদিনের ম্যাচে মাঠে ফিরছেন।
অশ্বিনের প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘‌অশ্বিন কটা ম্যাচ খেলল, কতক্ষণ মাঠে থাকল সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রয়োজন মনে হলে তাকে দলে নেওয়া হবে। অশ্বিন একদিনের ম্যাচ না খেললেও টেস্ট খেলেছে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছে। তুলনায় না গেলেও এটা ঠিক, ক্রিকেটের মধ্যেই আছে। অস্ট্রেলিয়া সিরিজে তাকে দেখে নিতে পারব।’‌
প্রথম দুটি ম্যাচের দল:‌ লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
তৃতীয় ম্যাচের দল:‌ রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া (সহ–অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!