- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৯, ২০২৩
পাক বোলিং নিয়ে আতঙ্ক ভারতীয় শিবিরে, ফিরছেন রাহুল–বুমরা

এশিয়া কাপের গ্রুপ লিগের ম্যাচে ভারতীয় ইনিংসে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের তিন জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ। রবিবার সুপার ফোরের ম্যাচে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে আতঙ্কে ভুগছে ভারতীয় শিবির। পাকিস্তান জোরে বোলিং শক্তিকে যথেষ্ট সমীহ করছেন রোহিত শর্মারা। শুভমান গিলের মুখে সেই কথাই শোনা গেছে।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে শুভমান গিল বাস্তব সত্যটা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন যে, ভারতীয় দল পাকিস্তানের মতো শক্তিশালী বোলিং আক্রমণের মুখোমুখি হতে অভ্যস্ত নয়। শুভমান বলেন, ‘এই পর্যায়ে খেলার সময় যে কোনও বাঁহাতি বোলারের মুখোমুখি হতে হয়। অন্য দলের তুলনায় আমরা পাকিস্তানের বিরুদ্ধে খুব কমই খেলি। ওদের একটা উচ্চমানের বোলিং শক্তি রয়েছে, যার বিরুদ্ধে আমরা খেলার সুযোগ পাই না। ওই রকম শক্তিশালী বোলিং শক্তির সঙ্গে আমরা খেলতে অভ্যস্ত নই। তাই এটা পার্থক্য তৈরি করে।’ বাবর আজমকে নিয়েও সতর্ক ভারতীয় শিবির। শুভমান বলেন, ‘বাবর আজম বিশ্বমানের ক্রিকেটার। ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে। ওকে নিয়ে সতর্ক থাকতে হবে।’
পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে যথেষ্ট চাপে ছিলেন শুভমান গিল। নিজের ব্যাটিং নিয়ে শুভমান বলেন, ‘অন্য দলের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে মাঠে নামি, পাকিস্তান ম্যাচেও একই মানসিকতা নিয়ে মাঠে নামব। ওপেনিং জুটিতে বড় রান তুলে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আগের ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার পরিস্থিতি সামাল দিয়েছিল। এটা ইতিবাচক দিক।’
প্রথম একাদশ নির্বাচন নিয়ে কিছুটা হলেও দ্বিধায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় শিবিরে চর্চায় দুই ক্রিকেটার, লোকেশ রাহুল ও যশপ্রীত বুমরা। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। রবিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হল, রাহুল প্রথম একাদশে ঢুকলে বাইরে যাবেন কে। আগের ম্যচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ঈশান কিষাণ। চাপের মুখে শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফদের বিরুদ্ধে ৮১ বলে দুরন্ত ৮২ রানের ইনিংস খেলেছিলেন। সম্ভবত তাঁকেই বসানো হবে। নেপালের বিরুদ্ধে খেলেননি যশপ্রীত বুমরা। প্রথম সন্তানের জন্ম দেওয়ার স্ত্রী–র পাশে থাকতে দেশে ফিরে আসেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন। বুমরা ফেরায় রিজার্ভ বেঞ্চে বসতে হবে মহম্মদ সামিকে। বাকি দল অপরিবর্তিত থাকবে।
❤ Support Us