- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৮, ২০২৩
ম্যাচের সেরা হয়ে মহানুভবতার পরিচয় সিরাজের, পুরস্কারমূল্য তুলে দিলেন মাঠকর্মীদের হাতে

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মহম্মদ সিরাজের বিধ্বংসী স্পেলের ওপর ভর করে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে একাধিক নজির গড়েছেন ভারতীয় দলের এই জোরে বোলার। ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। আর ম্যাচের সেরা হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহানুভবতার পরিচয় দিয়ে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন মহম্মদ সিরাজ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে প্রেমদাসা স্টেডিয়ামের মাঠকর্মীদের পুরস্কৃত করা হয়েছিল। মাঠকর্মীরা এই পুরস্কার পাওয়ার আগেই সিরাজের কাছ থেকে বড় পুরস্কার পান। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়ার পরপরই তিনি ঘোষণা, ‘মাঠকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই সফলভাবে এশিয়া কাপ আয়োজিত হয়েছে। তাই আমার ম্যাচের সেরার এই পুরস্কারমূল্য মাঠকর্মীদের দিতে চাই। তাঁরাই এই পুরস্কার পাওয়ার যোগ্য।’ প্রতিযোগিতার সেরা কুলদীপ যাদব অবশ্য সিরাজের পথে হাঁটেননি।
ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। এশিয়া কাপে শ্রীলঙ্কায় যেভাবে অধিকাংশ ম্যাচেই ম্যাচে বৃষ্টি থাবা বসিয়েছিল, তারপরেও প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে দারুণ অবদান রয়েছে মাঠকর্মীদের। কিন্তু তাঁদের পারিশ্রমিক খুবই কম। অক্লান্ত পরিশ্রম করেও মাঠকর্মীদের রোজগার যথেষ্ট কম। ভারতীয় মুদ্রায় দৈনিক ৫৫০ টাকার মতো পারিশ্রমিক পান। সিরাজের ম্যাচের সেরার পুরস্কারমূল্য কিছুটা হলেও তাঁদের উপকৃত করবে।
৭ ওভারে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন সিরাজ। এই পারফরমেন্স এশিয়া কাপে সেরা বোলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে। দুরন্ত পারফরমেন্সের পর সিরাজ বলেন, ‘ভাল বোলিং করতে পারছি। ব্যাটারদের পরাস্ত করছি। আজ তাঁদের ব্যাট ছুঁয়ে বল ফিল্ডারদের হাতে জমা পড়েছে। আগের দুটি ম্যাচে বল সিম করলেও আজ সঙ্গে সুইং ছিল। সঠিক জায়গায় বল রেখে সাফল্য পেয়েছি।’
সাফল্যের রসায়ন প্রসঙ্গে সিরাজ বলেন, ‘ব্যাটারদের যতটা সম্ভব বল খেলতে প্রলুব্ধ করাই লক্ষ্য ছিল। সুইং সহায়ক পরিবেশে পরিকল্পনামাফিক বোলিং করেছি। উইকেটে কিছুটা আর্দ্রভাবও ছিল। এগুলো সাহায্য করেছে। এমনিতেই আমি কর্স সিমে বোলিং করি। এই ম্যাচে সিম ধরে বোলিং করছিলাম। ফলে আউট সুইং বেশি হচ্ছিল। বেশিরভাগ ব্যাটার আউট সুইংয়ে পরাস্ত হয়েছে।’ এদিনের পারফরমেন্সকে জীবনের সেরা স্পেল হিসেবেই বেছে নিয়েছেন সিরাজ।
❤ Support Us