শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
কারও সর্বনাশ, কারও পৌস মাস। এশিয়া কাপের ফাইনালের আগের দিন শ্রীলঙ্কা ও ভারতের শিবিরের হাল এভাবে ব্যক্ত করা যেতেই পারে। চোটের জন্য ফাইনাল থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা স্পিনার মহেশ থিকসানা। সুপার ফোরের ম্যাচে ভারতকে বেগ দেওয়া এই স্পিনার ছিটকে হাওয়ায় সুবিধা হয়ে গেল বিরাট কোহলিদের।
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের হামস্ট্রিংয়ে চোট পান থিকসানা। শ্রীলঙ্কার ফিল্ডিংয়ের সময় একাধিকবার মাঠের বাইরে গিয়েছিলেন তিনি। ৩৯ তম ওভারের মাথায় ডাগ আউটে তিনি প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার মাঠে ফেরেন। মাঠে ফিরে এসে কোটার নবম ওভার সম্পূর্ণ করেন। ম্যাচে ২ উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার এই স্পিনার।
এশিয়ার ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার জন্য মহেশ থিকসানা ফাইনালে খেলতে পারবেন না। তাঁর গ্রেড থ্রি হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে।’ এশিয়া কাপ ফাইনাল থেকে ছিটকে গেলেও শ্রীলঙ্কার চূড়ান্ত বিশ্বকাপ দলে থাকবেন বলে আশা করা হচ্ছে।
থিকসানার চোট শ্রীলঙ্কার দুর্দশা বাড়িয়ে দিয়েছে। আগেই চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা, লাহিরু মাদুশঙ্কা এবং লাহিরু কুমারারা।
২০২৩ সালে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারী মহেশ থিকসানা। ১৫ ম্যাচে ৩১টি উইকেট তুলে নিয়েছেন। গন ১৭.৪৫। ফিট থাকলে ২০২৩ আইসিসি–র ক্রিকেট বিশ্বকাপ শ্রীলঙ্কার স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন। ২৮ সেপ্টেম্বরের মধ্যে মেগা ইভেন্টের জন্য দলগুলোকে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। এখন দেখার তার মধ্যে পুরো ফিট হয়ে ওঠেন কিনা থিকসানা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34