শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামার আগেই বড় খাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। চোটের জন্য ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য স্পিনার মহেশ থিকসানা। সমস্যায় ভারতীয় শিবিরও। চোটের জন্য ফাইনালে অনিশ্চিত অক্ষর প্যাটেল। তিনি যদি খেলতে না পারেন, সতর্কতা হিসেবে ওয়াশিংটন সুন্দরকে কলম্বো উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবারই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে সময় রান আউট থেকে বাঁচতে ডাইভ দিয়েছিলেন অক্ষর প্যাটেল। ডাইভ দেওয়ার সময় কব্জিতে চোট পান। পরে তৌহিদ হৃদয়ের একটা থ্রো এসে তাঁর হাতে লাগে। হাতে চিড় না ধরলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে বাড়তি সতর্ক ভারতীয় শিবির। ম্যাচের শেষদিকে হ্যামস্ট্রিংয়েও টান ধরেছিল। বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ব্যাকআপ হিসেবে ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়ে।
ফাইনালে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাহলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বেড়ে যাবে। শ্রীলঙ্কাও মরিয়া ট্রফি ধরে রাখতে। গতবছর টি০ ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সুপার ফোরে ভারতের কাছে হারতে হয়েছিল দাসুন শনকার দলকে। ফাইনালে বদলা নিতে মরিয়া।
তবে শ্রীলঙ্কার তুলনায় এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। ভারতের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। রোহিত থেকে শুরু করে শুভমান, কোহলি, লোকেশ রাহুল, প্রত্যেকেই রানের মধ্যে রয়েছেন। বোলাররাও দারুণ ছন্দে। বিশেষ করে কুলদীপ যাদবের কথা বলতেই হবে। সুপার ফোরের দুটি ম্যাচে ৫ ও ৪ উইকেট তুলে নিয়েছিলেন। চোট সারিয়ে ফিরে এসে বুমরাও পুরনো ফর্মে।
তবে মহেশ থিকসানা চোটের জন্য খেলতে না পারলেও শ্রীলঙ্কার বোলিং শক্তিকে উড়িয়ে দেওয়া যাবে না। ওয়েল্লালাগে ও পাথিরানা ভারতীয় ব্যাটারদের বেগ দেওয়ার জন্য তৈরি। কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কারাও রানের মধ্যে রয়েছেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34