শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ব্যাট হাতে তিনি মাঠে নামলেই রেকর্ডের ছড়াছড়ি। আরও এক রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় হিসেবে দ্রুততম ১৩ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন। ভেঙে দিলেন কিংবদন্তী শচীন তেন্ডুলকারের রেকর্ড। মাত্র ২৬৭ তম ইনিংসে ১৩ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি। ১৩ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে শচীনের লেগেছিল ৩২১ ইনিংস। এর আগে শচীনের দ্রুততম ৮, ৯, ১০, ১১, ১২ হাজার রানের রেকর্ডও ভেঙে দিলেন।
রবিবার খেলা বন্ধ হওয়ার সময় ৮ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। সোমবার বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। বৃষ্টি থামলে নির্ধারিত সময়ের ১ ঘন্টা ৪০ মিনিট পর খেলা শুরু হয়। ৫৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। একদিনের ক্রিকেটে ৪৭ তম সেঞ্চুরিতে পৌঁছন ৮৪ বলে। এদিন নাসিম শাহ, শাহিন আফ্রিদি, ইফতিখার আমেদ, সাদাব খানরা কোহলির সামনে দিশা খুঁজে পাননি।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে কোহলির রান ছিল ১২৯০২। ১৩ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে ৯৮ রান দরকার ছিল। কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে এই রান তুলতে কোনও সমস্যা হয়নি কোহলির। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচে লোকেশ রাহুলও দারুণভাবে জ্বলে উঠলেন। তিনিও দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস খেললেন। ২ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেলেন রাহুল। ২০২১ সালের মার্চে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১০৮।
আগের দিন ১৭ রানে অপরাজিত ছিলেন রাহুল। এদিন ৬০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর সেঞ্চুরি আসে ১০০ বলে। দুজনের অসমাপ্ত জুটিতে ১৯৪ বলে ওঠে ২৩৩ রান। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও ভারতীয় জুটির এটাই সর্বোচ্চ রান। ভেঙে গেল ১৯৯৬ সালে নভজ্যোৎ সিং সিধু ও শচীন তেন্ডুলকারের জুটিতে তোলা ২৩১ রানের রেকর্ড। শেষ পর্যন্ত ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। মারেন ৯টি ৪ ও ৩টি ৬। অন্যদিকে, ১০৬ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। তাঁর ইনিংসে রয়েছে ১২টি ৪ ও ২টি ৬। নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৩৫৬/২ রান।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34