Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২, ২০২৩

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান

বৃষ্টিতে ধুয়ে গেল এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচ। ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান। পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্য রেখেছিল ভারত। কিন্তু বৃষ্টির জন্য পাকিস্তান আর ব্যাট করতে নামতে পারেনি। মুলতানে প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারিয়েছিল পাকিস্তান। এদিন ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান অপরাজিত থেকে সুপার ফোরে পৌঁছে গেল। ২ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৩। ভারত সোমবার খেলবে নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচ ভেস্তে গেলেও ভারত সুপার ফোরে চলে যাবে।
বৃষ্টির আশঙ্কার কথা মাথায় রেখে টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের পরিকল্পনা ছিল পাকিস্তানের দুই জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে সতর্কভাবে খেলা। পাকিস্তানের এই দুই বোলারের দুরন্ত বোলিং রোহিতদের রান তোলার কাজ কঠিন করে দেয়।
৪.‌২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সেই সময় ভারতের রান ছিল ১৫/‌০। খেলা শুরু হতেই পঞ্চম ওভারের শেষ বলে রোহিতের (‌২২ বলে ১১)‌ স্টাম্প ছিটকে দেন শাহিন আফ্রিদি। এক ওভার পরেই তুলে নেন বিরাট কোহলিকে (‌৭ বলে ৪)‌। শ্রেয়স আয়ার (৯ বলে ১৪)‌ ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। দশম ওভারে তাঁকে তুলে নেন হ্যারিস রউফ। ১৫ তম ওভারের প্রথম বলেই শুভমান গিলকে (‌৩২ বলে ১০)‌ হারিয়ে আরও চাপে পড়ে যায় ভারত। শুভমানও হ্যারিসের শিকার।
১৪.১ ওভারে ৬৬ রানে ৪ উইকেট হারায় ভারত। সেখান থেকে হাল ধরেন হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণ। পঞ্চম উইকেট জুটিতে ১৪১ বলে দুজনে যোগ করেন ১৩৮ রান। এই জুটি ভাঙতে যথেষ্ট বেগ পেতে হয় পাকিস্তান বোলারদের। শেষ পর্যন্ত ৩৮ তম ওভারে জুটি ভাঙেন হ্যারিস রউফ। তৃতীয় বলে তুলে নেন ঈশান কিষাণকে। ৮২ বলে ৮১ রান করেন তিনি।
৪৪ তম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে তুলে নেন শাহিন আফ্রিদি। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। পরপর ফিরে যান রবীন্দ্র জাদেজা (২২ বলে ১৪), শার্দুল ঠাকুর (৩ বলে ৩), কুলদীপ যাদব (১৩ বলে ৪) ও যশপ্রীত বুমরা (১৪ বলে ১৬)। জাদেজাকে ফেরান শাহিন আফ্রিদি। বাকি তিনজন নাসিম শাহের শিকার। শেষ পর্যন্ত ৪৮.‌৫ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় ভারত। আফ্রিদি ১০ ওভারে ২টি মেডেনসহ ৩৫ রানে ৩ উইকেট তুলে নেন। নাসিম শাহ ৮.৫ ওভারে ৩৬ রানে নেন ৩ উইকেট। হ্যারিস রউফ ৯ ওভারে ৫৮ রানে নেন ৩ উইকেট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!