Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৭, ২০২৩

‌এশিয়া কাপে শাস্ত্রীদের পছন্দের দলে নেই রাহুল, শ্রেয়স

আরম্ভ ওয়েব ডেস্ক
‌এশিয়া কাপে শাস্ত্রীদের পছন্দের দলে নেই রাহুল, শ্রেয়স

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, যশপ্রীত বুমরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে বুমরা মাঠে ফিরলেও এশিয়া কাপের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সম্ভাবনা নেই লোকেশ রাহুল ও শ্রেয়স আয়ারের। তাহলে কি বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের জন্য দুই ক্রিকেটারকে এশিয়া কাপ দলে রাখা হবে?‌ এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। রবি শাস্ত্রী, সন্দীপ পাতিল, ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটাররা লোকেশ রাহুল ও শ্রেয়স আয়ারকে দলে রাখার পক্ষপাতি নন।
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এই তিন বিশেষজ্ঞ এশিয়া কাপের জন্য ১৫ জনের সাম্ভাব্য দল বেছে নিয়েছেন। প্রথম তিনটি জায়গায় রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল ও ঈশান কিষাণকে দলে রেখেছেন তিন বিশেষজ্ঞই। তিন নম্বরের পরিবর্তে বিরাট কোহলিকে চার নম্বরে খেলানোর ব্যাপারে মতামত দিয়েছেন শাস্ত্রীরা। এছাড়া মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের সঙ্গে ১৫ জনের দলে রেখেছেন তিলক ভার্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে তিলক ভার্মা দারুণ নজর কেড়েছেন। তাই শাস্ত্রী, সন্দীপ পাতিলরা চান লোকেশ রাহুল কিংবা শ্রেয়স আয়ারের পরিবর্তে তিলক ভার্মাকে।
জোরে বোলার অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া ও শার্দূল ঠাকুরের কথা বলেছেন তিন বিশেষজ্ঞই। তাঁদের পছন্দের তালিকায় স্পিনার অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। স্পিন বোলারদের মধ্যে বেছে নিয়েছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালকে। তিন জনের পছন্দের ১৫ জনের দলে জায়গা হয়নি রবি বিষ্ণোইয়ের। জোরে বোলারদের তালিকায় শাস্ত্রীরা রেখেছেন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাকে।
আসুন দেখে নিন বিশেষজ্ঞদের দ্বারা এশিয়া কাপের ১৫ সদস্যের দল:‌ ঈশান কিষাণ, শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ চাহাল, মহম্মদ সামি , মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!