- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১, ২০২৩
ভারতের চাপে এশিয়া কাপ শ্রীলঙ্কায়, বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

পাকিস্তান ছাড়াই অনুষ্ঠিত হবে এবছর এশিয়া কাপ? তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল বাতিল করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর পাকিস্তানের হাত খেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নিয়ে শ্রীলঙ্কাকে দেওয়া হচ্ছে। এমনই নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে এশিয়া কাপ বয়কট করতে চলেছে পাকিস্তান।
আইপিএল ফাইনালের দিন আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। সেই বৈঠকে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল বাতিল করে দিয়েছে ভারত। সেই বৈঠকে সব দেশই শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে রাজি হয়েছে। এই ব্যাপারে কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর এশিয়া কাপ যদি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়, তাহলে পাকিস্তান সরে দাঁড়াতে পারে। কারণ, তাদের হাত থেকে আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়াটা একপ্রকার অসম্মানের।
ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করায় এখন পাকিস্তানের ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পাকিস্তান থেকে যদি এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে তারা বিশ্বকাপ নাও খেলতে পারে। শুধু তাই নয়, এশিয়া কাপ থেকেও সরে দাঁড়াতে পারে বলে সংবাদ সূত্রে জানা গেছে। পাকিস্তান এই ব্যাপের দৃঢ় অবস্থান বজায় রেখেছে।
❤ Support Us