- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২২, ২০২৪
দুরন্ত ব্যাটিং রিচা ঘোষের, মহিলাদের এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে আরব আমীরশাহীকে ৭৮ রানে হারাল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে মহিলাদের এশিয়া কাপ অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়। সংযুক্ত আরব আমীরশাহীকে হারাল ৭৮ রানে। দুরন্ত ব্যাটিং করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রিচা ঘোষ। ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল সংযুক্ত আরব আমীরশাহী। স্মৃতি মান্ধানা (৯ বলে ১৩) শুরুতেই ফিরে যান। পঞ্চম ওভারে আউট হন শেফালী ভার্মা (১৮ বলে ৩৭)। দয়ালান হেমলতা (২) এদিন রান পাননি। অধিনায়ক হরমনপ্রীত কাউরের সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান জেমাইমা রডরিগেজ। ১৩ বলে ১৪ রান করে আউট হন রডরিগেজ। এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন রিচা ঘোষ।
রডরিগেজ যখন আউট হন, ১১.৪ ওভারে ভারতের রান ১০৬/৪। হরমনপ্রীত কাউর ও রিচা ঘোষ জুটিতে ওঠে ৭৫ রান। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হন হরমনপ্রীত। ৪৭ বলে তিনি করেন ৬৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারত তোলে ২০১/৫। দুরন্ত ব্যাটিং করে ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। মারেন ১২টি ৪ ও ১টি ৬। টি২০ ক্রিকেটে এটা ভারতের সর্বোচ্চ রান। আগে কখনও ২০০ রানের গন্ডি পার করতে পারেনি।
ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক হওয়ার সুযোগ পাননি সংযুক্ত আরব আমীরশাহীর ব্যাটাররা। পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায়। থিরতা সতীশকে (৪) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন রেণুকা সিং। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ২০ ওভারে ১২৩/৭ রানের বেশি তুলতে পারেনি সংযুক্ত আরব আমীরশাহী। ওপেনার এশা রোহিত ৩৬ বলে করেন ৩৮। মিডল অর্ডারে একমাত্র লড়াই করেন কভিশা এগোদজে (৩২ বলে অপরাজিত ৪০)। দীপ্তি শর্মা ২৩ রানে ২ উইকেট নেন। রেণুকা সিং, তনুজা কানোয়ার, পুজা বস্ত্রকার, রাধা যাদব একটা করে উইকেট নেন।
❤ Support Us