- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৭, ২০২২
এশিয়ান শুটিং এয়ারগান চ্যাম্পিয়নশিপে ৩৪ পদক জিতে শীর্ষে রয়েছে ভারত

এশিয়ান শুটিং এয়ারগান চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় শুটাররা। দক্ষিণ কোরিয়ার দাগুতে অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আরও ৬টি পদক এসেছে। এর মধ্যে ৪টি সোনা ও ২টি রুপো। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৩৪।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্বকারী মনু ভাকের মহিলাদের জুনিয়র বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন। তিনি ১৭–১৫ পয়েন্টে হারিয়েছেন এশা সিংকে। সিনিয়র মহিলা বিভাগে রিদম সাঙ্গোয়ান ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন। ১৬–৮ পয়েন্টে তিনি হারিয়েছেন পলককে।
পুরুষদের সিনিয়র ও জুনিয়রদের দলগত বিভাগেও সোনা এসেছে। শিবা নারওয়াল, নবীন এবং বিজয়বীর সিধুরদের নিয়ে গড়া সিনিয়রদের দল ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন লি ডেমিউং, পার্ক দাহেন এবং মক জিন মুনের সমন্বয়ে গঠিত শক্তিশালী দক্ষিণ কোরিয়ার দলের বিরুদ্ধে ১৬–১৪ ব্যবধানে জয়লাভ করেছে। সাগর ডাঙ্গি, সম্রাট রানা এবং বরুণ তোমারের জুনিয়র দল ফাইনালে উজবেকিস্তানের মুখাম্মদ কামালভ, নুরিদ্দিন নুরিদ্দিনভ এবং ইলখোমবেক ওবিদজনভকে ১৬–২ ব্যবধানে হারিয়েছে।
এখনও পর্যন্ত ২০২২ ভারতীয় শ্যুটিং দল এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ ৩৪ পদক নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এর মধ্যে ২২টি সোনা, ৮টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।
❤ Support Us