- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৬, ২০২৪
দক্ষিণ কোরিয়াকে ৪–১ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আধিপত্য বজায় রাখার দিকে আরও একধাপ এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। সোমবার প্রথম সেমিফাইনালে দাপট দেখিয়েই দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ৪–১ ব্যবধানে। ভারতের জয়ের নায়ক সেই হরমনপ্রীত সিং। এদিনও জোড়া গোল করলেন ভারতীয় দলের অধিনায়ক। একটা করে গোল করেন জারমানপ্রীত সিং ও উত্তম সিং। ফাইনালে ভারত থেলবে আয়োজক চীনের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে চীন হারিয়েছে পাকিস্তান।
প্রতিযোগিতার প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে ভারত। লিগ পর্বে ৫টি ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠে এসেছিল। সেমিফাইনালের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। লিগের ম্যাচে এই কোরিয়ার বিরুদ্ধেই ৩–১ ব্যবধানে জিতেছিল ভারত। সুতরাং এদিন সেমিফাইনালে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিলেন হরমনপ্রীতরা।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতের। ৪ মিনিটেই অভিষেক কোরিয়ান বক্সে ঢুকে শট নিয়েছিলেন। কিম জায়েহান গোলমুখী শট কোনও রকমে ব্লক করেন। ৯ মিনিটে আবার সুযোগ এসেছিল ভারতের সামনে। এবার উত্তম সিং কাজে লাগাতে পারেননি। ১৩ মিনিটে উত্তম সিংয়ের গোলেই এগিয়ে যায় ভারত। আরাইজিৎ সিংয়ের পাস থেকে গোল করেন উত্তম। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ এসেছিল দক্ষিণ কোরিয়ার সামনে। পরপর দুটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি কোরিয়া। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথমার্ধে ২–০ ব্যবধানে এগিয়ে থাকে ভারত।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী মানসিকতা বজায় রেথে কোরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন অভিষেক, উত্তম সিংরা। ৩২ মিনিটে জারমানপ্রীত সিংয়ের গোলে ৩–০। সুমিতের পাঠানো এরিয়াল বল ট্যাপ করে জালে পাঠান জারমানপ্রীত সিং। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে কোরিয়ার হয়ে ব্যবধান কমান ইয়াং জিহুন। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে ৪–০ করেন হরমনপ্রীত সিং। এই গোলের সঙ্গে সঙ্গে কোরিয়ানদের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়।
মঙ্গলবার ফাইনালে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে পাকিস্তানকে হারিয়েছে চীন। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল চীন।
❤ Support Us