Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৮, ২০২৩

অশ্বারোহী প্রতিযোগিতায় দেশকে আবার পদক এনে দিলেন বাংলার অনুশ আগরওয়াল, টেনিসে দুটি পদক নিশ্চিত

আরম্ভ ওয়েব ডেস্ক
অশ্বারোহী প্রতিযোগিতায় দেশকে আবার পদক এনে দিলেন বাংলার অনুশ আগরওয়াল, টেনিসে দুটি পদক নিশ্চিত

এশিয়ান গেমসে পদকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ভারতের। ইকুয়েস্ট্রেশনে দলগত বিভাগে দেশকে সোনা এনে দেওয়ার পর এবার ব্যক্তিগত বিভাগেও পদক জিতলেন অনুশ আগরওয়াল। ড্রেসেজ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন কলকাতার বালিগঞ্জের অনুশ। ব্রোঞ্জ জয়ের পথে তিনি স্কোর করেছেন ৭৩.‌০৩০। ৭৫.‌৭৮০ স্কোর করে সোনা জিতেছেন মালয়েশিয়ার প্রতিযোগী। আর ৭৩.‌৪৫০ স্কোর করে রুপো জিতেছেন হংকংয়ের প্রতিযোগী।
টেনিসে পুরুষদের ডাবলসে পদক নিশ্চিত করেছেন সাকেত মাইনেনি ও রামকুমার রমানাথন। সেমিফাইনালে এই ভারতীয় জুটি ৬–১, ৬–৭ (‌৬)‌, ১০–০ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার সিওংচান হং ও সুনউ ওনকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালে সাকেতরা খেলবেন থাইল্যান্ডের আইসারো প্রুচিয়া ও জোনস ম্যাক্সিমাস পারাপোলের বিরুদ্ধে।
মিক্সড ডাবলসেও পদক নিশ্চিত হয়েছে ভারতের। সেমিফাইনালে উঠেছে রোহন বোপান্না ও রুতুজা ভোসলে জুটি। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের জিবেক কুলামবায়েভা ও গ্রিগোরি লোমাকিনকে ৭–৫, ৬–৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বোপান্নারা।
পুরুষদের টেবিল টেনিসের ব্যক্তিগত বিভাগে শেষ ষোলোয় পৌঁছেছেন শরথ কমল, জি সাথিয়ান। শরথ কমল ৪–০ ব্যবধানে হারিয়েছেন মালদ্বীপের মহম্মদ শাফান ইসমাইলকে। অন্যদিকে জি সাথিয়ানও ৪–০ ব্যবধানে সৌদি আরবের তুর্কী লাফি আলমুতাইরিকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছেন। মহিলাদের সিঙ্গলসেও শেষ ষোলোয় উঠেছেন শ্রীজা আকুলা ও মনিকা বাত্রা। ডাবলসে এগিয়েছে সুতীর্থা মুখার্জি ও ঐহিকা মুখার্জি জুটি।
আশা জাগিয়েও দেশকে পদক এনে দিতে পারলেন না জিমন্যাস্ট প্রণতি নায়েক। মহিলাদের ভল্ট ফাইনালে ১২.‌৩৫০ স্কোর করে অস্টম স্থানে শেষ করেছেন। সোনা ও রুপো জিতেছেন উত্তর কোরিয়ার চ্যাংগক অ্যান ও সনহুয়ান কিম।
‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!