Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৪, ২০২৩

‌নাটকীয় ম্যাচ জিতে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌নাটকীয় ম্যাচ জিতে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

শেষ ২ ওভারে মালয়েশিয়ার জয়ের জন্য দরকার ছিল ১০ রান। ১৯তম ওভারে রিশাদ হোসেনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান বীরান দীপ। ১১ বলে তখন দরকার ৬ রান। সহজ সমীকরণ। তবুও জয় অধরা থেকে গেল মালয়েশিয়ার কাছে। ১১ বলে উঠল মাত্র ৩ রান। নাটকীয়ভাবে ২ রানে ম্যাচ জিতে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে সামনে শক্তিশালী ভারত।
হাংঝৌয়ের পিংফেং ক্যাম্পাস মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩ ওভারে ৩ রান তোলার ফাঁকেই ৩ উইকেট হারায়। দেশের হয়ে অভিষেক ম্যাচে কোন বল না খেলেই আউট হন মাহমুদুল হাসান (‌০)‌। আর এক ওপেনার পারভেজ হোসেনও (‌০)‌ ব্যর্থ। তিন নম্বরে নামা জাকির হাসান করেন ১ রান। শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন আফিফ হোসেন (‌১৪ বলে ২৩)‌, শাহাদাত হোসেন (‌২১)‌ ও জাকের আলি (‌১৪)‌। বাংলাদেশকে ১০০ রানের গন্ডি পার করে দেন সঈফ আলি। ৫২ বলে ৫০ রান করে তিনি অপরাজিত থাকেন। ২০ ওভারে বাংলাদেশ তোলে ১১৬/‌৫। মালয়েশিয়ার পবন দীপ ১২ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মালয়েশিয়াও শুরুতে বিপর্যয়ে পড়ে। পাওয়ার প্লে–র ৬ ওভারে ২৩ রানে ৩ উইকেট হারায়। মিডল অর্ডারে বাকি ব্যাটাররা ব্যর্থ। আজিজ করেন ২০, হাফিজ ১৪। মালয়েশিয়াকে এগিয়ে নিয়ে যান বীরানদীপ। শেষ ওভারে নাটক জমে ওঠে। চাপের মুখে আফিফ হোসেনকে  ছক্কা মারতে গিয়ে লং অন বাউন্ডারির ধারে ক্যাচ দিয়ে আউট হন বীরানদীপ। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫২ রান করে তিনি আউট হন। একই সঙ্গে মালয়েশিয়ার জয়ের স্বপ্নও শেষ হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রানে থেমে যায় মালয়েশিয়া। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন আফিফ হোসেন। ১৪ রানে ৩ উইকেট নেন রিপন হোসেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!