- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২, ২০২৩
বাংলাদেশকে একডজন গোল দিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে ভারতীয় হকি দল

সেমিফাইনালের ছাড়পত্র এসে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে হরমনপ্রীত সিংদের গোলক্ষুধা বিন্দুমাত্র কমেনি। এশিয়ান গেমসে পুল এ–তে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও গোলের বন্যা অব্যাহত। বাংলাদেশকে ১২–০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। একই সঙ্গে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত সিংরা। সেমিফাইনালে পুল বি–এর রানার্সের মুখোমুখি হবে। ভারতের হয়ে এদিন হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং।
আগের ম্যাচগুলির মতো এদিনও বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্য নিয়ে শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারের শুরুতেই ২ গোলে এগিয়ে যায় ভারত। তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষে ভারত ২–০ ব্যবধানে এগিয়ে ছিল। ১৮ মিনিটে ৩–০ করেন মনদীপ সিং। ২৩ মিনিটে চতুর্থ গোল ললিত উপাধ্যায়ের। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৫–০ মনদীপের। ২৮ মিনিটে ষষ্ঠ গোলটি করেন অমিত রোহিদাস।
তৃতীয় কোয়ার্টারেও ভারত আধিপত্য বজায় রাখে। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত সিং। এরপর অভিষেক ভারতকে ৮–০ গোলে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টার শেষে ভারত ৮–০ ব্যবধানে এগিয়ে ছিল। চতুর্থ ও শেষ কোয়ার্টারেও ভারত গোল করার ব্যাপারে অনীহা দেখায়নি। ৪৬ মিনিটে মনদীপ সিং হ্যাটট্টিক করে স্কোর ৯–০ তে নিয়ে যান। এরপর নীলকান্ত শর্মা গোল করে ব্যবধান আরও বাড়ান। ভারতের হয়ে শেষ দুটি গোল করেন সুমিত এবং অভিষেক।
আগের ম্যাচে ভারত পাকিস্তানকে ১০–২ ব্যবধানে হারিয়েছিল। উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেছিল ১৬–০ ব্যবধানে। সিঙ্গাপুরের বিরুদ্ধে জয় ১৬–১ ব্যবধানে। আর শক্তিশালী জাপানকে হারায় ৪–২ গোলে। অর্থাৎ ৫ ম্যাচে ভারতের মোট গোলসংখ্যা ৫৮।
❤ Support Us