- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৪, ২০২৩
কোরিয়াকে হারিয়ে পুরুষদের হকির ফাইনালে ভারত, এবার সোনার লড়াই

এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ছন্দ ধরে রাখল ভারত। টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫–৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। একই সঙ্গে রুপো নিশ্চিত করল। এবার হরমনপ্রীত সিংদের সামনে সোনার লড়াই। এশিয়ান গেমসে ভারতের শেষ সোনা এসেছিল ২০১৪ সালে। ৯ বছর পর আবার সোনা জেতার সুযোগ ভারতের সামনে। ফাইনালে ভারতের সামনে চীন ও জাপান ম্যাচের বিজয়ী।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এদিন ৫ মিনিটেই এগিয়ে যায় ভারত। কোরিয়ান গোলকিপারের আংশিক প্রতিহত করা বল দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান হার্দিক সিং। ১১ মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। মাঠমাঠ থেকে ভেসে আসা লম্বা পাস ধরে গুরজন্ত কোরিয়ার বক্সে মনদীপকে পাস দেন। জোরালো হিটে ২–০ করেন মনদীপ। ১৩ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারের একেবারে শেষলগ্নে ৩–০ গোলে এগিয়ে যায় ভারত। কোরিয়ার ডি বক্সে বিবেক বল বাড়ান গুরজন্তকে পাস বাড়ান। গুরজন্ত গোল লক্ষ্য করে হিট করেন। কোরিয়ার এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল যায় হরমনপ্রীতের কাছে। তাঁর পাস থেকে গোল করেন ললিত।
দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ব্যবধান কমান জুং মানজায়ে। ৩ মিনিট পরেই তিনিই কোরিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন। পরপর দুটি গোল হজম করে সম্বিত ফেরে ভারতের। আক্রমণের ঝাঁঝ বানিয়ে ২৪ মিনিটেই ব্যবধান বাড়ায়। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ৪–২ করেন অমিত রোহিদাস। ২৮ মিনিটে কোরিয়ার সামনে গোল করার সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে খেলার ফল থাকে ৪–২।
তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই ভারতের ওপর ঝাঁপিয়ে পড়ে কোরিয়া। লিড ধরে রাখার জন্য রক্ষণের ওপর জোর দেয় ভারত। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার ব্যবধান কমান জুং মানজায়ে। চতুর্থ কোয়ার্টারে আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। ৫৪ মিনিটে মনদীপ সিংয়ের বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে দুরন্ত রিভার্স হিটে গোল করে দলকে ৫–৩ ব্যবধানে এগিয়ে দিয়ে কোরিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন অভিষেক।
❤ Support Us