Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২১, ২০২৩

সুনীলের পেনাল্টি গোলে বাংলাদেশকে হারিয়ে নক আউটের সম্ভবনা জিইয়ে রাখল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
সুনীলের পেনাল্টি গোলে বাংলাদেশকে হারিয়ে নক আউটের সম্ভবনা জিইয়ে রাখল ভারত

প্রথম ম্যাচে চীনের কাছে ৫–১ গোলে হার। এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল ভারত। বাংলাদেশকে ১–০ ব্যবধানে হারিয়ে নক আউটের সম্ভাবনা জিইয়ে রাখল ইগর স্টিম্যাকের দল। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী। শেষ ম্যাচে মায়ানমারকে হারালেই পরের রাউন্ডে যাবে ভারত।
আগের ম্যাচে চীনের কাছে হেরে অনেকটাই চাপে ছিল ভারত। চাপ নিয়েই এদিন বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছিল। নক আউটের আশা জিইয়ে রাখতে আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এদিন প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন ইগর স্টিম্যাক। গোলকিপার গুরমিত সিংয়ের জায়গায় ধীরাজ মৈরাংথেম, সুমিত রাঠির জায়গায় চিংলেনসানা সিং এবং রহিম আলির পরিবর্তে রোহিত দানু। প্রথমার্ধে একেবারে ম্যাড়মেড়ে ফুটবল। তার মাঝেই সুলী, লালচুননুঙ্গা, রাহুল কেপিরা কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন। তাঁদের প্রয়াস প্রতিহত করে দেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা। প্রথমার্ধে ভারতের প্রাধান্য থাকলেও ম্যাচের ফল ছিল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধেও প্রাধান্য নিয়ে শুরু করে ভারত। কিন্তু গোল আসছিল না। সময় যত গড়াচ্ছিল, চাপ বাড়ছিল ভারতের ওপর। গোলের জন্য মরিয়া হয়ে উঠছিলেন সুনীল ছেত্রীরা। সেই সুযোগে প্রতি আক্রমণে উঠে এসে বেশ কয়েকবার ভারতীয় রক্ষণে হানা দিয়ে যায় বাংলাদেশ। এর মধ্যে ৬৪ মিনিটে ব্রেস মিরান্দার ফ্রিকিক বারে লেগে ফিরে আসে। ৭২ মিনিটে বাংলাদেশের মুজিবর রহমান জনির দুরন্ত শট তৎপরতার সঙ্গে বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন ভারতের গোলকিপার ধীরাজ।
অবশেষে পার্থক্য গড়ে দিলেন সেই সুনীল ছেত্রীই। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। এই গোলের পেছনে আর এক স্ট্রাইকার ব্রেস মিরান্দার অবদান কম নয়। বল নিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন মিরান্দা। বক্সের মধ্যে তাঁকে ফাউল করেন বাংলাদেশ অধিনায়ক রহমত মিয়া। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!