- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৯, ২০২৩
অপ্রতিরোধ্য ভারতীয় হকি, এবার মালয়েশিয়াকে হাফ ডজন গোল মেয়েদের

এশিয়ান গেমসে ভারতীয় হকির দুর্বার গতি অব্যাহত। ধারাবাহিকতা ধরে রেখেছে পুরুষ ও মহিলা দল। বৃহস্পতিবার পুরুষ দল শক্তিশালী জাপানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। শুক্রবার মহিলা দল মালয়েশিয়াকে উড়িয়ে দিল ৬–০ ব্যবধানে।
আগের ম্যাচে সিঙ্গাপুরকে ১৩–০ ব্যবধানে উড়িয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন সবিতারা। ৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি বন্দনা। ৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন মনিকা। ১ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান গ্রেস এক্কা। ১১ মিনিটে ৩–০ করেন নভনীত কাউর। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগের মুহূর্তে ভারতের হয়ে পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোলটি করেন নেহা। ২৪ মিনিটে ৫–০ করেন সঙ্গীতা। প্রথমার্ধেই ৫ গোলে এগিয়ে যায় ভারত।
ধাক্কা সামলে ভারতীয় খেলোয়াড়দের আত্মতুষ্টির সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে মালয়েশিয়া। বেশ কয়েকবার ভারতের বক্সে হানা দেয়। কিন্তু গোল তুলে নিতে পারেনি। ভারতও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। অবশেষে ম্যাচের ৫০ মিনিটে ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন লালরেমসিয়ামি। পরপর দুটি ম্যাচ জিতে পুল এ–তে শীর্ষে থাকল ভারত।
❤ Support Us