- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৭, ২০২৩
পুরুষদের ডাবলসে সোনা জিতে ইতিহাস চিরাগ ও সাত্ত্বিকসাইরাজ জুটির

এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে বরাবরই দাপট দেখিয়ে এসেছেন ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়ার প্রতিযোগীরা। পুরুষই হোক, কিংবা মহিলা, সোনা–রুপো আগে কখনও আসেনি। ১৯৮২ সালে একমাত্র ব্রোঞ্জ জিতেছিলেন সৈয়দ মোদি। দীর্ঘদিনের খরা কাটিয়ে ৪১ বছর পর আবার পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন এইচএস প্রণয়। এবার সোনার আক্ষেপ মেটালেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। পুরুষদের ডাবলসে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের এই দুই ব্যাডমিন্টন তারকা।
ফাইনালে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়ার চই সোলজিয়ু ও কিম ওনহো। দক্ষিণ কোরিয়ার এই জুটির বিরুদ্ধে স্ট্রেট সেটে জেতেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। ম্যাচের ফল ২১–১৮, ২১–১৬। ভারতীয় জুটির বিরুদ্ধে বিরুদ্ধে দাপটের সঙ্গে শুরু করেছিল কোরিয়ান জুটি। প্রথম থেকেই লিড নিয়ে একসময় ১৩–১১ ব্যবধানে এগিয়ে ছিল। সেখান থেকে ১৩–১৩ করেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। আবার ১৮–১৫ ব্যবধানে এগিয়ে যায় চই সোলজিয়ু ও কিম ওনহো। পরপর ৬ পয়েন্ট তুলে নিয়ে ২১–১৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি।
দ্বিতীয় গেমে কোরিয়ান জুটিকে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ দেননি চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। প্রথম থেকেই লিড নিয়ে ২১–১৬ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে নেন। একই সঙ্গে সোনা জিতে ইতিহাস গড়েন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। ব্যাডমিন্টন থেকে আগে কখনও সোনা আসেনি ভারতের।
এর আগে পুরুষদের দলগত ইভেন্টেও ভারতকে জয় এনে দিয়েছিল এই জুটি। ডাবলসে চীনাদের ২১–১৫, ২১–১৮ ফলে হারান সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু সেই ম্যাচে সোনা জয় অধরাই থাকে ভারতের। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ১৯৭৪,১৯৮২ এবং ১৯৮৬ সালে দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিল ভারত। ২০০৬ সালে গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল। ২০১০ সাল এবং ২০১৪ সালে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ভারত। আর এবার দলগত বিভাগে রুপো এসেছে।
❤ Support Us