- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২১, ২০২৩
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, তবুও আজব নিয়মে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতীয় মহিলা দল

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে বৃষ্টির জন্য পরিত্যক্ত ভারক–মালয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাসত্ত্বেও সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ম্যাচ পরিত্যক্ত হলেও টসের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের ভাগ্য নির্ধারিত হয়নি। আইসিসি–র টি২০ ক্রমতালিকায় মালয়েশিয়ার থেকে এগিয়ে থাকার কারণেই সেমিফাইনালে খেলার সুযোগ পেল ভারত।
আইসিসি–র নির্বাসনের কবলে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। তিনি খেলতে না পারায় ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মানধানা। হাওঝাউয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির জন্য এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। ৫.৪ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে। সেই সময় ভারতের রান ছিল ৬০/১। এরপর ম্যাচ ১৫ ওভার করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২ উইকেট হারিয়ে ভারত তোলে ১৭৩ রান।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আউট হন স্মৃতি মানধানা। ১৬ বলে তিনি করে ২৭। এরপর ভারতকে টেনে নিয়ে যান শেফালি ভার্মা ও জেমিমা রডরিগেজ। দ্বাদশ ওভারের শেষ বলে আউট হন শেফালি। ৩৯ বলে তিনি করেন ৬৭ রান। মারেন ৪টি চার ও ৫টি ছয়। ২৯ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন জেমিমা রডরিগেজ। ৭ বলে ২১ রান করে অপরাজিত থেকেন রিচা ঘোষ।
মালয়েশিয়া ব্যাট করতে নামার পর ২ বল খেলা হতেই আবার বৃষ্টি নামে। সেই সময় মালয়েশিয়ার রান ছিল ১। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আইসিসি–র টি২০ র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার তুলনায় এগিয়ে থাকায় ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। সেমিফাইনালে ভারতকে শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা পাকিস্তানের মোকাবিলা করতে হবে।
❤ Support Us