Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩, ২০২৩

যশস্বীর দুরন্ত সেঞ্চুরি, নেপালকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
যশস্বীর দুরন্ত সেঞ্চুরি, নেপালকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

এশিয়ান গেমসে ফুটবল থেকে বিদায় নিলেও হকিতে দারুণ গতিতে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ শীর্ষে থেকে পৌঁছে গেছে সেমিফাইনালে। ক্রিকেটেও নেপালকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে শেষ চারের টিকিট জোগাড় করল ভারত। নেপালের বিরুদ্ধে ভারতের জয় ২৩ রানে। দুরন্ত সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। পাওয়ার প্লে–র ওভার রীতিমতো তান্ডব চালান যশস্বী। ৬ভারে ৬৩ রানে পৌঁছে যায় ভারত। ৯.‌১ ওভারে তোলে ১০০। ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ১০৪ রান। দশম ওভারের পঞ্চম বলে আউট হন ঋতুরাজ গায়কোয়াড় (‌২৩ বলে ২৫)‌। তিন নম্বরে নামা তিলক ভার্মা ব্যর্থ। ১০ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। জিতেশ শর্মাও (‌৫)‌ রান পাননি। ১১৯ রানের মাথায় তৃতীয় উইকেট পড়ে ভারতের।
দ্রুত ৩ উইকেট হারালেও ভারতের রানের গতি কমেনি। ৪৮ বলে জীবনের প্রথম টি২০ আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন যশস্বী। সেঞ্চুরি পূর্ণ করেই তিনি আউট হন। এরপর ক্রিজে নেমে তান্ডব চালান রিঙ্কু সিং। ১৫ বলে ৩৭ রান করে তিনি অপরাজিত থাকেন। ১৯ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। শেষপর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০২ রান তোলে ভারত। নেপালের হয়ে দীপেন্দ্র সিং ৩১ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২০৩ রানের বিশাল লক্ষ্যের সামনে নেপাল কিন্তু কেঁপে যায়নি। বরং মাথা উঁচু করে লড়াই করেন দীপেন্দ্র সিংরা। দলকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুশল ভুরটেল (‌২৮)‌, কিছুদিন আগে টি২০ ক্রিকেটে রেকর্ড গড়া কুশল মাল্লারা (‌২২ বলে ২৯)। মিডল অর্ডারে জ্বলে উঠেছিলেন দীপেন্দ্র সিং (‌১৫ বলে ৩২)‌ ও সন্দীপ জোরা (‌১২ বলে ২৯)‌। কিন্তু বিশাল টার্গেটের সামনে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৯ রান তোলে নেপাল। ‌ভারতের হয়ে রবি বিষ্ণোই ২৪ রানে ও আবেশ খান ৩২ রানে ৩টি করে উইকেট নেন। ৪৩ রানে ২ উইকেট অর্শদীপ সিংয়ের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!