- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৭, ২০২৩
পুরুষদের বিতর্কিত ফাইনালে ইরানকে হারিয়ে কবাডিতে সোনা ভারতের, সেরা মেয়েরাও

এশিয়ান গেমসে কবাডিতে জয়জয়কার ভারতের। মহিলা দলের পথ ধরে দেশকে সোনা এনে দিল পুরুষ দলও। চাইনিজ তাইপেকে হারিয়ে প্রথমে সোনা জিতেছিল মহিলা দল। এরপর শক্তিশালী ইরানকে হারিয়ে সোনা জেতে পুরুষ দলও। মেয়েদের সোনার হাত ধরে এবারের এশিয়ান গেমসে ১০০টি পদক জয় করে ভারত।
দুই বিভাগেই ভারতের সোনা অবশ্য সহজে আসেনি। পুরুষদের ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ বিতর্কিত ম্যাচে ইরানের বিরুদ্ধে জয় ৩৩–২৯ ব্যবধানে। একটা ‘রেইড’ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। রিভিউতে ৪ পয়েন্ট পায় ভারত। আবার খেলা শুরু হয়।
পুরুষদের সোনা জয়ের লড়াইয়ে ভারত ও ইরানের মধ্যে শুরু থেকেই সমানে সমানে টক্কর চলছিল। একসময় পল ছিল ৫–৫। সেখান থেকে ভারতকে পেছনে ফেলে ১২–১০ ব্যবধানে এগিয়ে যায় ইরান। সমতা ফিরিয়ে ভারত আবার এগিয়ে যায়। বিরতির আগে ইরানকে অল আউট করে ১৭–১৩ এগিয়ে যায় ভারত।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই লিড ধরে রাখে ভারত। একসময় ২১–১৬ পয়েন্টে এগিয়ে যায়। সেখান থেকে ব্যবধান কমিয়ে সমতা (২৫–২৫) ফেরায় ইরান। ম্যাচ যখন ১.৫০ মিনিট বাকি, সেই সময় স্কোর ছিল ২৮–২৮। এরপর একটা ‘রেইড’ নিয়ে বিতর্ক দেখা দেয়। দুই দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়। পবন সেহরাওয়াতের একটি ‘রেইড’ নিয়ে আবার বিতর্ক দেখা দেয়। ইরানের খেলোয়াড়রা কোর্টের মাঝে বসে প্রতিবাদ জানায়। খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের ২৮ নম্বর নিয়ম অনুযায়ী ৪ পয়েন্ট পায় ভারত। ভারতের পক্ষে স্কোর দাঁড়ায় ৩৩–২৯।
রোমাঞ্চকর ফাইনালে চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের মেয়েদের জয় আসে ২৬–২৫ ব্যবধানে। বিরতির আগে পর্যন্ত দাপটের সঙ্গে এগোচ্ছিল ভারত। বিরতিতে ১৪–৯ পয়েন্টে এগিয়েছিল। বিরতির পর ছবিটা বদলে যায়। দারুণভাবে ম্যাচে ফিরে আসে চাইনিজ তাইপে। একসময় ভারতকে পেছনে ফেলে এগিয়েও গিয়েছিল। ব্যবধান ঘুঁচিয়ে শেষ পর্যন্ত ২৬–২৫ ব্যবধানে সোনা জিতে নেয় ভারত।
❤ Support Us