Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৬, ২০২৩

২ ম্যাচে ৩২ গোল!‌ এশিয়ান গেমসে পুরুষদের হকিতে অপ্রতিরোধ্য ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
২ ম্যাচে ৩২ গোল!‌ এশিয়ান গেমসে পুরুষদের হকিতে অপ্রতিরোধ্য ভারত

এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ভারতের গোলের বন্যা অব্যাহত। রবিবার প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের জয় ১৬–১ ব্যবধানে। পেনাল্টি কর্নার থেকে চারটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। মনদীপ সিংও হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেছেন বরুণ কুমার, অভিষেক। এছাড়াও গোল করেছেন ললিত উপাধ্যায়, বিবেক সাগর প্রসাদ, গুরজন্ত, সামশের এবং মনপ্রীত সিং।
হকিতে ভারতের কাছে সিঙ্গাপুর একেবারে দুধের শিশু। তারা যে কোনও রকম প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, এটা জানাই ছিল। প্রত্যাশামতোই বড় ব্যবধানে জয় ভারতের। ম্যাচের শুরু থেকে দাপট থাকলেও গোল পেতে ভারতকে ১২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গুরজন্ত সিংয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ সিং। ১৪ ও ১৫ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। প্রথম কোয়ার্টারে ম্যাচের ফল থাকে ১–০।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ২–০ করেন ললিত যাদব। এরপরই শুরু হয় গোলের সুনামি। ২১, ২২ ও ২৩ মিনিটে পরপর তিনটি গোল করেন গুরজন্ত, সুমিত ও হরমনপ্রীত। ৩০ মিনিটে ৬–০ করেন অমিত। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ফল ছিল ৬–০। ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৭–০ করেন মনপ্রীত সিং। পরের মিনিটে ব্যবধান বাড়ান সামশের সিং। ৩৯ ও ৪০ মিনিটে পরপর দুটি গোল করেন হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত সিং। ৪২ মিনিটে হরমনপ্রীতের গোলেই ১১–০।
৫০ মিননিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মনদীপ সিং। ৫১ মিনিটে পরপর দুটি গোল করেন অভিষেক। ৫৩ মিনিটে সিঙ্গাপুরের হয়ে সান্তনা গোল মহম্মদের। ৫৫ মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান বরুণ। পরের মিনিটেই শেষ গোলটিও তাঁর।
২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ শীর্ষে ভারত। ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার গতবারের সোনাজয়ী জাপানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে শনিবার। গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২ অক্টোবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!