শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
অন্য উচ্চতায় পৌঁছে গেল নেপালের ক্রিকেট। টি২০ ক্রিকেটের সর্বোচ্চ শৃঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট প্রথম দল হিসেবে টি২০ ক্রিকেটে ৩০০ রানের ইতিহাস গড়ল নেপাল। এক ম্যাচে বিশ্বরেকর্ডের ছড়াছড়ি। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়াও টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও নেপালীদের দখলে। এমনকি সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও। ডেভিড মিলার, রোহিত শর্মা ও যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন কুশল মাল্লা , দীপেন্দ্র সিং।
এশিয়ান গেমসে এদিন মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল নেপালের। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান তোলে নেপাল। ভেঙে দিয়েছে আফগানিস্তান ও চেক প্রজাতন্ত্রের যুগ্ম রেকর্ড। ২০১৯ সালেস আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান তুলে ছিল আফগানরা। সেই রেকর্ড এদিন ভেঙে চুরমার করে দিয়েছে নেপাল। ওই বছরই তুরস্কের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্র ২৭৮ রান করেছিল।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ডও নিজেদের দখলে করে নিয়েছে নেপাল। জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৪১ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানে জয় নেপালের। সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের। ২০১৯ সালে ২৫৭ রানে হারিয়েছিল তুরস্ককে।
নেপালের হয়ে এই ম্যাচে ৩৪ বলে সেঞ্চুরি করেন কুশল মাল্লা। আগের রেকর্ড ছিল রোহিত শর্মা, ডেভিড মিলার ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাশেখরার। তিনজনই সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে। এদিন ৫০ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন কুশল মাল্লা। তাঁর ইনিংসে রয়েছে ৮টি ৪ ও ১২টি ৬। এদিন ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন মাল্লা। তবে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দীপেন্দ্র সিং ঐরী। ১৯ তম ওভারে ব্যাট করতে নেমে ৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এর মধ্যে ৮টি ছক্কা মারেন। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। দীপেন্দ্র সিং ভেঙে দিয়েছেন যুবরাজ সিংয়ের রেকর্ড। ২০০৭ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন যুবরাজ।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে তৃতীয় উইকেটের জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও কুশল মাল্লা ও রোহিত পোডেলের দখলে। তৃতীয় উইকেটের জুটিতে দুজনে তুলেছেন ১৯৩। ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের রেকর্ড। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুজনে তুলেছিলেন ১৮৪।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34