Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৩

ইতিহাস গড়া হল না প্রণয়ের, কুস্তিতে ব্রোঞ্জ সোনম, কিরণের, ব্যর্থ বজরং

আরম্ভ ওয়েব ডেস্ক
ইতিহাস গড়া হল না প্রণয়ের, কুস্তিতে ব্রোঞ্জ সোনম, কিরণের, ব্যর্থ বজরং

১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন সৈয়দ মোদি। চার দশক পর পুরুষদের ব্যাডমিন্টনে আবার পদক নিশ্চিত করে দীর্ঘদিনের খরা কাটিয়েছিলেন এইচএস প্রণয়। সুযোগ ছিল সৈয়দ মোদিকে ছাপিয়ে যাওয়ার। কিন্তু পারলেন না প্রণয়। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে চীনের লি শি ফেংয়ের কাছে হেরে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের এই শাটলারকে।

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার লি জি জিয়াকে ৭৮ মিনিটের উত্তেজনাপূর্ণ দীর্ঘ লড়াইয়ে ২১–১৬, ২১–২৩, ২৩–২১ ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছিলেন প্রণয়। ফাইনালে লি শি ফেংয়ের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। প্রথম গেমে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে অসহায় আত্মসমর্পন। ২১–১৬ ব্যবধানে প্রথম গেম হারেন প্রণয়। দ্বিতীয় গেমে হারেন ২১–৯ ব্যবধানে।

শুক্রবার দিনের প্রথম পদক আসে তীরন্দাজদের হাত ধরে। মহিলাদের রিকার্ভে ব্রোঞ্জ জেতে ভারত। ১৩ বছর পর এই বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন অঙ্কিতা ভকত, ভজন কাউর ও মিমরনজিৎ কাউর। ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামকে ৬–২ ব্যবধানে হারায় ভারত।  পুরুষদের রিকার্ভে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। সোনার লড়াইয়ে কোরিয়ার কাছে হার অতনু দাস, ধীরাজ বোম্মাদেভারা ও তুষার শেলকেদের। ভারতের হার ৫–১ ব্যবধানে।

কুস্তিতে বজরং পুনিয়া হতাশ করলেও দেশকে ব্রোঞ্জ এনে দিলেন সোনম মালিক। মহিলাদের ৬২ কেজি বিভাগে ৭–৫ ব্যবধানে হারিয়েছেন চীনের জিয়া লংকে। ৭৬ কেজি বিভাগে মঙ্গোলিয়ার আরিউনজারগা গানবাটকে ৬–৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন কিরণ। অন্যদিকে, পুরুষদের কুস্তিতে ফাইনালে উঠতে ব্যর্থ বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইলে সেমিফাইনালে ৮–০ ব্যবধানে উড়ে গেছেন ইরানের রহমান আমুজাদখালিলির কাছে। এখনও ব্রোঞ্জের আশা টিকে রয়েছে বজরংয়ের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!