Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৩

বাংলাদেশকে উড়িয়ে পদক নিশ্চিত, এশিয়াডে পুরুষদের ক্রিকেটে ফাইনালে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশকে উড়িয়ে পদক নিশ্চিত, এশিয়াডে পুরুষদের ক্রিকেটে ফাইনালে ভারত

এশিয়ান গেমসে ক্রিকেট থেকে সোনা এসেছে আগেই। পুরুষ দলও পদক নিশ্চিত করল। শুক্রবার সেমিফাইনালে একপেশে লড়াইয়ে বাংলাদেশকে ৯ উইকেটে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় পুরুষ দল। এখন দেখার স্মৃতি মান্ধানাদের মতো ঋতুরাজ গায়কোয়াড়রাও দেশকে সোনা এনে দিতে পারে কিনা।
কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে নাটকীয় জয় পেলেও ভারতের বিরুদ্ধে এদিন দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বিশেষ করে তরুণ স্পিনার বি সাই কিশোরের স্পিনের সামনে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ আফিফ হোসেনরা। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে তোলে মাত্র ৯৬/‌৯ রান। জবাবে ৫৮ বল বাকি থাকতে ৯৭/‌১ রান তুলে ফাইনালে পৌঁছে যায় ভারত।
এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এই ম্যাচেও শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ২১ রান। বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন পারভেজ হোসেন (‌২৩)‌। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় তাঁর প্রয়াস কাজে লাগেনি। মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ। লোয়ার অর্ডারে জাকের আলি ২৪ রান করে অপরাজিত থাকেন। রাকিবুল হাসান করেন ১৪। দুরন্ত বোলিং করে বাংলাদেশ মিডল অর্ডারে ভাঙন ধরান সাই কিশোর। ১২ রানে তুলে নেন ৩ উইকেট। ১৫ রানে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন আপের কাছে একেবারেই কঠিন ছিল না। প্রথম ওভারে যশস্বী জয়সওয়ালের (‌০)‌ উইকেট হারালেও সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দলকে জয় এনে দেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ। ২৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!