- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৭, ২০২৩
শুটিংয়ে কামাল ভারতের, মনু ভাকেরদের হাত ধরে আবার সোনা

এশিয়ান গেমসে শুটিংয়ে কামাল করে চলেছে ভারত। দেশের প্রথম সোনা এসেছিল শুটারদের হাত ধরে। বুধবার দেশকে আরও দুটি পদক এনে দিলেন শুটাররা। দিনের শুরুতেই রুপো জিতেছিলেন আশি চোকসি, মানিনী কৌশিক ও সিফট কাউর সামরারা। কয়েক ঘন্টা পরেই দেশকে সোনা এনে দেন মনু ভাকেররা।
মহিলাদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দলগত বিভাগে সোনা জিতেছে ভারত। মনু ভাকের, এষা সিং, রিদম সাঙ্গোয়ানরা দেশকে সোনা এনে দিয়েছেন। দলগত বিভাগের ফাইনালে ভারত ১৭৫৯ পয়েন্টে শেষ করে। ১৭৫৬ পয়েন্ট সংগ্রহ করে রুপো জিতেছে চীন। আর ১৭৪২ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে ভারতের হয়ে দুরন্ত পারফরমেন্স করেন মনু ভাকের। তিনি ৫৯০ স্কোর করে শীর্ষে ছিলেন। এষা করেন ৫৮৬ স্কোর। তিনি ছিলেন পঞ্চম স্থানে। আর ৫৮৩ স্কোর করে সপ্তম স্থানে ছিলেন রিদম। তিনজনের সম্মিলিত স্কোর চীনের থেকে ৩ পয়েন্টে এগিয়ে দেয় ভারতকে।
মনুদের সোনা জেতার আগে মহিলাদের দলগত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ভারতকে পদ এনে দেন আশি চোকসি, মানিনী কৌশিক ও সিফট কাউর সামরা। ১৭৫৪ পয়েন্ট সংগ্রহ করে রুপো জেতে ভারত। এই ইভেন্টে সোনা জিতেছে চীন। তাদের সংগ্রহ ১৭৭৩ পয়েন্ট।
এই নিয়ে শুটিং থেকে মোট ৮টি পদক এল ভারতের ঘরে। এর মধ্যে ২টি সোনা। পুরুষদের দলগত বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাতিল ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমার।
❤ Support Us