Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২৩

বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার এয়ার রাইফেলে সোনা সিফত কাউর সামরার

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার এয়ার রাইফেলে সোনা সিফত কাউর সামরার

এশিয়ান গেমস শুটিংয়ে ভারতের ঘরে পদক এসেই চলেছে  বুধবার সকালে মহিলাদের দলগত বিভাগে একটা রুপো ও একটা সোনা এসেছিল। আর বেলা বাড়তে শুটিং থেকে আরও দুটি পদক ঘরে তুলল ভারত। একটা সোনা ও একটা ব্রোঞ্জ। মহিলাদের ৫০ মিটার এয়ার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন সিফত কাউর সামরা। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আশি চোকসি।

এয়ার রাইফেল ৩ পজিশন ইভেন্টে তিনটি পজিশন থেকে গুলি ছুঁড়তে হয়। একটি হল নিলিং অর্থাৎ হাঁটু মুড়ে বসে লক্ষ্যভেদ। দ্বিতীয়টি হল প্রোন অর্থাৎ মাটিতে শুয়ে দুহাতে ভর দিয়ে গুলি ছোঁড়া এবং তৃতীয়টি হল স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়ে গুলি ছুঁড়তে হয়।

নিলিংয়ে ১৫৪.৬ স্কোর করেন সিফত। প্রোন ইভেন্টে তাঁর স্কোর ১৬৯.৩। আর স্ট্যান্ডিং ইভেন্টে ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন এই ভারতীয় শুটার। সোনা জেতার পথে বিশ্বরেকর্ড গড়েছেন সিফত। এশিয়ান গেমসে বহু বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছেন ভারতীয় এই মহিলা শুটার।

একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আশি চোকসি। ভারতীয় মহিলা শুটারের সামনে‌ রুপো জেতার সুযোগ ছিল। শেষ শট খারাপ মারায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয় আশিকে। তাঁর স্কোর ৪৫১.৯। শুরু থেকেই সিফত প্রথম ও আশি দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু নিজের শেষ শটটি খারাপ মারেন আশি। ফলে একটুর জ‌ন্য রুপো হাতছাড়া হয় তাঁর। ৪৬২.৩ স্কোর করে রুপো জিতেছেন চীনের কুইনগুয়ে ঝাং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!