- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৩০, ২০২৩
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে স্কোয়াশে সোনা ভারতের

এশিয়ান গেমসে পদক এসেই চলেছে ভারতের। পুরুষদের মিক্সড ডাবলসে দেশকে সোনা এনে দিয়েছেন রোহন বোপান্না ও ঋতুজা ভোসলে। বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন নরেন্দর কুমার, লভলিনা বরগোহাইন, প্রীতি পাওয়ার। পুরুষদের স্কোয়াশেও সোনা তুলে নিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২–১ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন সৌরভ ঘোষালরা।
ক্রিকেট কিংবা ফুটবল, হকি কিংবা স্কোয়াশ, যে কোনও খেলাতেই ভারত–পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা। এশিয়ান গেমস স্কোয়াশেও উত্তেজনার পারদ চরমে উঠেছিল। ফাইনালে অবশ্য শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ম্যাচে মহেশ মানগাওকারকে ১১–৮, ১১–৩, ১১–২ ব্যবধানে হারান নাসির ইকবাল। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় ভারত। এই সময় ভারতের পরিত্রাতা হয়ে দাঁড়ান বাংলার সৌরভ ঘোষাল। প্রবল চাপের মুখে দ্বিতীয় ম্যাচে মহম্মদ অসীম খানকে ১১–৫, ১১–১, ১১–৩ ব্যবধানে হারিয়ে সমতা ফেরান।
তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ভারতের হয়ে কোর্টে নামেন অভয় সিং। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে নূর জামানকে ১১–৭, ৯–১১, ৭–১১, ১১–৯, ১২–১০ ব্যবধানে হারিয়ে দেশকে সোনা এনে দেন। ১ ঘণ্টা ৫ মিনিট ধরে দুজনের লড়াই চলে। দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দেশকে সোনা এনে দেন অভয় সিং। স্কোয়াশে এটা দ্বিতীয় পদক ভারতের। এর আগে মহিলাদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। ২০১৮ সালে জাকার্তায় পুরুষদের বিভাগে ব্রোঞ্জ জিতেছিল ভারত। পাঁচ বছর পরে হাংঝৌতে সৌরভদের হাত ধরে সোনা এল। চলতি এশিয়াডে ১০টি সোনা জিতল ভারত।
❤ Support Us