Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩০, ২০২৩

টিটি–তে পদক নিশ্চিত দুই বঙ্গতনয়া ঐহিকা–সুতীর্থার, অলিম্পিকের ছাড়পত্র লভলিনা–প্রীতির

আরম্ভ ওয়েব ডেস্ক
টিটি–তে পদক নিশ্চিত দুই বঙ্গতনয়া ঐহিকা–সুতীর্থার, অলিম্পিকের ছাড়পত্র লভলিনা–প্রীতির

এশিয়ান গেমসে টেবিল টেনিসে দেশের পদক নিশ্চিত করলেন দুই বঙ্গতনয়া ঐহিকা মুখার্জি ও সুতীর্থা মুখার্জি। মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন এই ভারতীয় জুটি। কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটিয়েছেন ঐহিকা–সুতীর্থা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের চেন মেং ও ওয়াং ইদি জুটিকে হারিয়েছেন ৩–১ ব্যবধানে।
এই মুহূর্তে মহিলাদের ডাবলস র‌্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে রয়েছেন ঐহিকা ও সুতীর্থা। দ্বিতীয় স্থানে থাকা চেন মেং–ওয়াং ইদি জুটির বিরুদ্ধে তাঁদের লড়াই সহজ ছিল না। কিন্তু এদিন দুর্দান্ত খেলেন ঐহিকা ও সুতীর্থা। প্রথম দুটি গেমে চেন মেং–ওয়াং ইদি জুটিকে দাঁড়াতেই দেননি। ১১–৫, ১১–৫ ব্যবধানে উড়িয়ে দেন ঐহিকা–সুতীর্থা। তৃতীয় গেমে ১১–৫ ব্যবধানে জেতেন চেন মেং–ওয়াং ইদি। চতুর্থ গেমে চীনের জুটি লড়াই করলেও শেষরক্ষা করতে পারেনি। ১১–৯ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান ঐহিকা–সুতীর্থা।
বক্সিংয়েও পদক নিশ্চিত করেছেন প্রীতি পাওয়ার, লভলিনা বরগোয়াইনরা। মহিলাদের ৫৪ কেজি বিভাগে কাজখস্তানের ঝাইনা শেকেরবেকোভাকে ৪–১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। একই সঙ্গে ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন লভলিনা বরগোহাইন। কোয়ার্টার ফাইনালে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার সুইয়েওন সিওংকে। প্রীতির মতো লভলিনাও প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের বক্সিংয়ে ৯১ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন নরিন্দার। ৫–০ ব্যবধানে হারিয়েছেন ইরানের ইমানকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!