Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৫, ২০২৩

‌চীনের কাছে হেরে মহিলা হকিতে ভারতের সামনে শুধু বেঁচে ব্রোঞ্জের স্বপ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চীনের কাছে হেরে মহিলা হকিতে ভারতের সামনে শুধু বেঁচে ব্রোঞ্জের স্বপ্ন

গোলের কোটা মনে হয় গ্রুপ লিগেই শেষ করে ফেলেছিল ভারতী মহিলা হকি দল। না হলে সেমিফাইনালে এই দশা হবে কেন?‌ ৬০ মিনিটের লড়াইয়ে একবারও গোলের মুখ খুলতে পারল না!‌ একটা পেনাল্টি কর্নারও কাজে লাগাতে পারল না ভারত!‌ এশিয়ান গেমস হকিতে সেমিফাইনালে চীনের বিরুদ্ধে লক্ষ্যভেদ করতে ব্যর্থ সঙ্গীতা কুমারী, নভনীত কাউররা। ভারতকে ৪–০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চীন। ভারতের সামনে এখন শুধু বেঁচে থাকল ব্রোঞ্জের স্বপ্ন।
পরিসংখ্যানের দিক দিয়ে চীনের থেকে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল ভারত। আগের ২২ সাক্ষাৎকারে ভারত জিতেছিল ১১ বার, চীন ৯ বার। দুটি ম্যাচ ড্র হয়েছিল। এদিন অবশ্য ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল চীনের। ৬ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথম কোয়ার্টারে ভারত একেবারে নিস্প্রভ ছিল। ২৫ মিনিটে ঝং জিয়াকির গোলে এগিয়ে যায় চীন। প্রথমার্ধে খেলার ফল ছিল ১–০।
দ্বিতীয়ার্ধেও চীনের দাপট বজায় ছিল। গ্রুপ লিগের ছিটেফোটাও এদিন খেলতে পারেননি সঙ্গীতা কুমারী, নভনীত কাউর, গ্রেস এক্কারা। সেই সুযোগে ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জৌ মেইরং ব্যবধান বাড়ান। ৪৪ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। শেষ কোয়ার্টারে মরিয়া হয়ে ওঠেন সঙ্গীতারা। ৪৭, ৪৯ ও ৫২ মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। ৫৫ মিনিটে লিয়াং মেইয়ু চীনের হয়ে তৃতীয় গোল করে ভারতের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে চীনের হয়ে চতুর্থ গোলটি গুই বিংফেং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!