- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২১, ২০২৩
এগিয়ে গিয়েও জয় অধরা, চাইনিজ তাইপের কাছে হার ভারতীয় মহিলা দলের

এশিয়ান গেমসে বৃহস্পতিবার ভারতীয় ফুটবলের মিশ্র দিন। পুরুষ দল জিতলেও হারতে হল মহিলা দলকে। গ্রুপ লিগের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ভারতকে হারতে হল ২–১ ব্যবধানে।
ধারে–ভারে ভারতের থেকে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল চাইনিজ তাইপে। এদিন মাঠে নামার আগে দুই দল মোট ৭ বার মুখোমুখি হয়েছিল। এরমধ্যে ৬ বার জিতেছিল চাইনিজ তাইপে। শেষ সাক্ষাৎকারে রেনুর গোলে জিতেছিল ভারত। চোটের জন্য দেশের সেরা গোলকিপার অদিতি চৌহান না থাকলেও সেরা দল নিয়েই মাঠে নেমেছিল ভারত। জয়ের জন্য আশালতা দেবী, ইন্দুমতী কাথিরেসান, বালা দেবীদের দিকে তাকিয়েছিল দল। ভাল খেলেও শেষপর্যন্ত জয় অধরা থেকে গেল ভারতের কাছে।
ম্যাচের শুরুর দিকে ভারতের প্রাধান্য ছিল। শুরুতেই আক্রমণ তুলে নিয়ে এসেছিল। এরপর ধীরে ধীরে ম্যাচের রাশ তুলে নেয় চাইনিজ তাইপে। ৬ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। ইয়েন পিংয়ের শট আটকে দেন ভারতের গোলকিপার শ্রেয়া হুডা। এরপর ভারত আবার খেলায় ফেরে। আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। ৩৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে। মনীষার শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে আবার শট নিয়েছিলেন অঞ্জু তামাং। কিন্তু গোলে রাখতে পারেননি। প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলেও গোল তুলে নিতে পারেনি ভারত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভারত। ৪৬ মিনিটে জটলার মধ্যে থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন মনীষা। গোল লাইন সেভ করেন চাইনিজ তাইপের এক ফুটবলার। ফিরতি বল জালে পাঠান অঞ্জু তামাং। পিছিয়ে পড়ে সম্বিত ফেরে চাইনিজ তাইপের। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে ৬৮ মিনিটে সমতা ফেরায়। বক্সের কোনা থেকে লাই লি–চিনের নেওয়া শট বারের নীচে লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের ৮৪ মিনিটে চাইনিজ তাইপের হয়ে জয়সূচক গোলটি করেন হুয়ান সি।
❤ Support Us